২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উত্তর কোরিয়া কেন রাশিয়াকে সাহায্য করতে পারবে না, পশ্চিমাদের প্রতি প্রশ্ন রাশিয়ার

জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া - ছবি : রয়টার্স

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে সাহায্য দিয়ে যাচ্ছে। এর বিপরীতে রাশিয়ার পক্ষে সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। এতে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনীয় মিত্ররা। ফলে রাশিয়া প্রশ্ন করেছে, পশ্চিমারা ইউক্রেনকে সাহায্য করতে পারলে উত্তর কোরিয়া কেন রাশিয়াকে সাহায্য করতে পারবে না?

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এই প্রশ্ন তোলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার দূত প্রশ্ন তুলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে কেন উত্তর কোরিয়ার মতো তার মিত্ররা মস্কোকে সাহায্য করতে পারবে না যেখানে পশ্চিমা দেশগুলো কিয়েভকে সাহায্য করার অধিকার তাদের রয়েছে বলে দাবি করছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং অন্যান্যদের কাছে প্রশ্নের মুখে পড়ার পর এই প্রশ্ন সামনে আনেন। এসব দেশের সকলেই উত্তর কোরিয়ার থেকে সৈন্য নিয়ে নিজ ভূখণ্ডে মোতায়েনের জন্য জাতিসঙ্ঘের প্রস্তাব এবং প্রতিষ্ঠাতা ইউএন চার্টার লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement