৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু

স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু - ছবি : সংগৃহীত

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬২ জন মারা গেছে। উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির অধিকাংশ এলাকায় প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়। ভ্যালেন্সিয়া অঞ্চলের ১ লাখ ৫৫ হাজার ঘরবাড়ি এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছে এবং মাদ্রিদ-ভ্যালেন্সিয়া এবং বার্সেলোনা-ভ্যালেন্সিয়া রুটের দ্রুত গতির ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এই পরিস্থিতি নিয়ে অসত্য তথ্য ছড়ানোর বিষয়ে লোকজনকে সতর্ক করেছে এবং বলেছে, অফিসিয়াল চ্যানেলগুলোতে দেয়া বক্তব্যই তাদের শোনা উচিত। উদ্ধার কার্যক্রমে এক হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত মানুষকে আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা আপনাদের ফেলে যাচ্ছি না।’ ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলো স্পেনকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।

পর্তুগালের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্সে ‘প্রয়োজনীয় সব সহযোগিতা’ দেয়ার কথা বলেছেন।

জার্মান সরকার ত্রাণ সহায়তা দেয়ার কথা বলেছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেছেন, ইইউ স্পেনকে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement