উ. কোরিয়ার সৈন্যের কারণে ইউক্রেনে সংঘাত বাড়বে!
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ অক্টোবর ২০২৪, ১১:০৩
ইউক্রেনে রাশিয়ার হামলা সমর্থন করার জন্য উত্তর কোরিয়ার সাধারণ সৈন্যদের সম্পৃক্ত হওয়ায় যুদ্ধের মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ফ্রান্স ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা
শনিবার কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ আশঙ্কা প্রকাশ করেন।
ফ্রান্সের জাঁ-নোয়েল ব্যারো সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ইউক্রেনে প্রথম সফর করেন। দেশটির পূর্ব দিকেও তার যাওয়ার কথা রয়েছে। ফ্রান্স রোববার সেখানে যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের নিরাপত্তার জন্য দু’টি নতুন কেন্দ্রের জন্য অর্থায়ন করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে বলেন, তারা রাশিয়ার সাথে তাদের সৈন্য মোতায়েন করছে এবং মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য ১০ হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
কিন্তু ন্যাটোপ্রধান মার্ক রুট বলেন, এই মুহূর্তে সেখানে পিয়ংইয়ংয়ের উপস্থিতির কোনো প্রমাণ নেই।
ব্যারো কিয়েভে বলেন, ‘এর ফলাফল গুরুতর হবে এবং সংঘাতটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে।’
একটি অতিরিক্ত বিপর্যয়মূলক পর্যায়ের দিকে ঠেলে দেবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপ ইঙ্গিত দেয় যে মস্কো যুদ্ধে হিমশিম খাচ্ছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, এই পদক্ষেপের ফলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি অনেক।
তিনি বলেন, ‘এটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন আরো বৃদ্ধির বিষয়ে একটি বিশাল হুমকি। এ আগ্রাসনের বর্তমান মাত্রা এবং সীমা আরো বৃদ্ধি পাওয়ার একটি বড় ঝুঁকিতে রয়েছে।’
চলতি সপ্তাহের শুরুর দিকে জেলেনস্কি তার বিজয় পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, তার এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেন আগামী বছরের মধ্যে যুদ্ধ শেষ করতে সক্ষম হবে। এই পরিকল্পনার প্রথম ধাপ ছিল ইউক্রেনকে নিঃশর্তে ন্যাটো সদস্যপদ প্রদান।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্যারিস ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের জন্য তাৎক্ষণিকভাবে আমন্ত্রণের ব্যাপারে আগ্রহী। তবে এ ব্যাপারে মিত্রদের সাথে আলোচনা অব্যাহত থাকবে।
ব্যারো বলেন, ‘ইউক্রেনকে ন্যাটোতে যোগদান সম্পর্কে আমরা আগ্রহী এবং এ বিষয়ে আমরা আমাদের অংশীদারদের সাথে আলোচনা করছি।’
সূত্র : ভিওএ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা