রাশিয়ার সমর্থনে ‘১২ হাজার সেনা সদস্য’ পাঠাবে উ. কোরিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ অক্টোবর ২০২৪, ২২:১১
উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সমর্থনে ‘বিপুল সংখ্যক সেনা সদস্য’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা শুক্রবার সিউলের গুপ্তচর সংস্থার বরাত দিয়ে এ কথা জানায়।
ইয়োনহাপ-এর বরাত দিয়ে সিউল থেকে এএফপি জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বলেছে, তারা জেনেছে যে উত্তর কোরিয়া সম্প্রতি ইউক্রেনের যুদ্ধে বিশেষ বাহিনীসহ ১২ হাজার সেনা সদস্যের চারটি ব্রিগেড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’
এনআইএসের একটি সূত্র ইয়োনহাপকে জানিয়েছে, ‘ইতোমধ্যেই উত্তর কোরিয়ার সেনাদের পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, উত্তর কোরিয়া কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার সমর্থনে ১০ হাজার সেনা সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে বলে তার কাছে গোয়েন্দা রিপোর্ট রয়েছে।
ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের সাথে বৈঠকের পর জেলেনস্কি বলেন, ‘উত্তর কোরিয়ার ১০ হাজার সৈন্য তাদের নিজেদের ভূমিতে প্রস্তুতি নিচ্ছে, তবে তারা তাদের ইতোমধ্যে ইউক্রেন বা রাশিয়ায় স্থানান্তরিত করেনি।’
সূত্র : এএফপি