ইসরাইলকে নতুন অস্ত্রের চালান সরবরাহ করবে জার্মানি
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ অক্টোবর ২০২৪, ১৩:২০
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ঘোষণা করেছেনম বার্লিন ইসরাইলকে অস্ত্রের নতুন চালান সরবরাহ করবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জার্মান গণমাধ্যম ট্যাগেসস্পিগেলের এক প্রতিবেদনে শলৎসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমরা ইসরাইলে অস্ত্র সরবরাহ করেছি এবং সরবরাহ অব্যাহত রাখব’।
গত ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তির দিনে বার্লিন ইসরাইলের ওপর অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে নেয়। শলৎস বলেন, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে শিগগির ইসরাইলকে নতুন অস্ত্র সরবরাহ করবে।
এ সময় তিনি আরো বলেন, বিরোধীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কয়েক মাস ধরে তেল আবিবে কোনো অস্ত্র পাঠাইনি। এতে ইসরাইলের সাথে জার্মানের সংহতি লঙ্ঘন হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা