এক সময়ের বড়পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাহিনা শিকদার বনশ্রী (৫২) মারা গেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মাদারীপুর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বনশ্রী মাদারীপুর জেলার শিবচর উপজেলার পৌরসভার গুয়াতলা গ্রামের শিকদার বাড়ির মজিবুর রহমান মজনু শিকদারের মেয়ে।
জানা যায়, শেষ জীবনে অর্থের অভাবে তিনি মাদবরচরের সরকারি অনুদানে নির্মিত আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামে বাস করতেন। স্বামী পরিত্যক্ত হওয়ার পর বসবাসের জন্য এ গুচ্ছগ্রামকেই তার বেছে নিতে হয়েছিল। সেখানে তার একমাত্র ছেলে রোমিওকে নিয়ে থাকতেন। এদিকে তার একমাত্র মেয়েকে অনেক দিন আগে এক প্রযোজক অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, নব্বই দশকে মমতাজ আলীর পরিচালনায় সোহরাব রুস্তম সিনেমায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিষেক ঘটে বনশ্রীর। এরপর একই বছরে ১৯৯৬ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এ সিনেমায় দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর নেশা ও ভাগ্যের পরিহাসসহ আরো অনেক সিনেমায় একাধিক নায়কের সাথে জুটি বেধে অভিনয় করেছেন।
চিত্রনায়ক সনি রহমান বলেন, ‘বনশ্রীর আপন ভাই হারুন শিকদারের মাধ্যমে জানতে পেরেছি তিনি গত পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ ও কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। একমাত্র সন্তান রোমিওকে রেখে গেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’
তিনি আরো জানান, বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে তাকে দাফন করা হবে।