হঠাৎ দেখা ইয়াশ-লাবণ্যের
- বিনোদন প্রতিবেদক
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম দর্শকপ্রিয় আলোচিত অভিনেতা ইয়াশ রোহানের সাথে হঠাৎ দেখা হলো এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্যের। গত ৯ সেপ্টেম্বর মাছরাঙ্গা টিভির নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’-এ অংশ নিতে গিয়েছিলেন ইয়াশ রোহান। সেখানে একই চ্যানেলের ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানের উপস্থাপনায় অংশ নিতে গিয়েছিলেন ইয়াসমিন লাবণ্য। ইয়াশ রোহানের ‘বিনোদন সারাদিন’ এবং ইয়াসমিন লাবণ্যের ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানের কাজ শেষে দু’জনের দেখা হয়। লাবণ্য ইয়াশকে তার অভিনয় যে ভালোলাগে অনেক আগে থেকেই সেই ভালোলাগার কথা শেয়ার করেন। এরপর আরো নানান ধরনের গল্পে কেটে যায় অনেকটা সময়। একসময় দু’জনই নিজেদেরকে ক্যামেরার ফ্রেমে বন্দী করেন। ইয়াসমিন লাবণ্য বলেন, ‘অনেক আগে থেকেই ইয়াশ রোহানের অভিনয় আমার ভালোলাগে। সব সময়ই মনে হয়েছে ইয়াশ একজন ন্যাচারাল অভিনেতা। যে কারণে তার অভিনীত নাটক দেখতে আমার সবসময়ই ভালোলাগে। এই তো গতকালও তার অভিনীত পথিক সাধন পরিচালিত প্রেম ও ছলনার গল্প নাটকটি দেখছিলাম। এর ক’দিন আগেই আবার রুবেল হাসান পরিচালিত অবুঝ পাাখি নাটকটি দেখেছি।
দু’টি নাটকেই ইয়াশের অভিনয় আমাকে মুগ্ধ করেছে। ভালোলাগার বিষয় হলো- এটিই যে আমি ইয়াশকে তার অভিনয় যে ভীষণ ভালোলাগে আমার, সেটি বলতে পেরেছি। আমার বিশ্বাস আগামীতে আরো ভালো করবে।’ বাংলাদেশের নাট্যাঙ্গনের তারকা দম্পতি নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান ইয়াশ রোহান। একটু একটু করে নিজের মেধা ও শ্রম দিয়ে অভিনয়ের দুনিয়ায় ইয়াশ নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন। যে কারণে প্রযোজক-পরিচালকের তাকে নিয়ে কাজ করার প্রবল আগ্রহ। বিশেষ নাট্যাঙ্গনে ইয়াশ-তটিনী একটি জুটিতে পরিণত হয়েছেন। এই জুটি অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছে। এ দিকে ইয়াসমিন লাবণ্য, অপেক্ষায় আছেন তার নতুন গান ‘চাইনা হৃদয় ভেঙে যাক’ প্রকাশ নিয়ে। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। গানটিতে তার সহশিল্পী ইউসুফ আহমেদ খান। তিনিই গানটির সঙ্গীতায়োজন করেছেন। ইয়াসমিন লাবণ্য শুধু মাছরাঙ্গা টিভিতেই উপস্থাপনা করেন। সুযোগ পেলে স্টেজ শোতে উপস্থাপনা করেন তিনি। তার সর্বশেষ প্রকাশিত শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘শুধু তোমারই ভাবনায়’। গানটি লিখেছেন তমাল বোস, সুর সঙ্গীত করেছেন এ এফ সৈকত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা