২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রিটিশ অভিনেত্রী নওমির সাথে মেহজাবীন

ব্রিটিশ অভিনেত্রী নওমির সাথে মেহজাবীন -

ঢাকাই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে এখন অবস্থান করছেন বিশ্বখ্যাত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ। উৎসবের ডিসকভারি প্রোগ্রামে স্থান পেয়েছে বাংলাদেশের একমাত্র সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন।
মূল খবর হলো, টরন্টোয় উৎসবস্থলে গিয়ে মেহজাবীনের দেখা হয়ে গেল তারই অসম্ভব পছন্দের অভিনেত্রী নওমি ওয়াটসের সাথে। ব্রিটিশ এই অভিনেত্রীর পুরনো ভক্ত মেহজাবীন। ফলে দেখা হওয়ার পর ভক্তসুলভ ছবি তুলতে ভুললেন না। সেটি সোস্যাল হ্যান্ডেলে প্রকাশ করতে করেননি দ্বিধা। ক্যাপশনে লিখেছেন, ‘নওমি ওয়াটসের সাথে টিআইএফএফ-এ ফ্যানগার্ল মোমেন্ট।’ যেখানে তিনি নিজে ‘ভক্ত বালিকা’ বলে সম্বোধন করেছেন। বলা দরকার, নওমি ওয়াটস ‘টোয়েন্টি ওয়ান গ্রাম’, ‘সেন্ট ভিনসেন্ট’, ‘দ্য রিং’, ‘দ্য ইম্পসিবল’, ‘কিং কং’, ‘বার্ডম্যান’সহ বহু জনপ্রিয় ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন।
এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ ৭ সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হয়েছে ‘সাবা’র। জানা গেছে, উদ্বোধনী প্রদর্শনীর টিকিট পাননি খোদ অভিনেত্রী! উৎসবের ওয়েবসাইটে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে।

এদিকে ১৪ সেপ্টেম্বর ‘সাবা’র আরো একটি শো আছে।
শুধু অভিনয় নয়, ‘সাবা’ সিনেমাটি প্রযোজনাও করেছেন মেহজাবীন চৌধুরী। প্রযোজকের তালিকায় তার পাশাপাশি আছেন আরিফুর রহমান, তামিম আব্দুল মজিদ, ত্রিলোরা খান, মাকসুদ হোসেন ও বরকত হোসেন পলাশ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। আবহ সঙ্গীতে আম্মান আব্বাসি।
‘সাবা’ অর্থ সকাল, সকালের মৃদু বাতাস। মেহজাবীনের আশা, “গল্প, চরিত্র, নির্মাণ, সহশিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সাথে আমার অভিনয়ের সুযোগসহ সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।”
‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এতে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।
টরন্টোয় মেহজাবীন ছাড়াও সাথে আছেন অভিনেতা মোস্তফা মনওয়ার ও নির্মাতা মাকসুদ হোসেন।


আরো সংবাদ



premium cement