২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এক যুগ পর যুক্তরাষ্ট্রে একই মঞ্চে আঁখি-মুন্নী

-


অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর কিছু দিন আগেই যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে মূলত তিনটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করতেই গেছেন। অন্যদিকে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণসহ আরো বেশ কিছু অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। তবে শ্রোতা দর্শকের জন্য গেল ৭ সেপ্টেম্বর ছিল দারুণ এক চমক। সেদিন যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়া’ আয়োজিত ‘বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২৪’এ একই মঞ্চে দীর্ঘ এক যুগ পর সঙ্গীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নী। চার হাজারেরও বেশি দর্শকের সামনে তারা দু’জন সঙ্গীত পরিবেশন করেন। একইমঞ্চে আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নীকে পেয়ে দর্শকের মধ্যেও ছিল ভীষণ উচ্ছ্বাস। দু’জনই যখন সঙ্গীত পরিবেশন করছিলেন সব উপস্থিত দর্শক ভীষণ আনন্দের মধ্যদিয়ে তাদের পরিবেশনা উপভোগ করেন। মঞ্চে আঁখি আলমগীর পরিবেশন করেন ‘তুমি আমার কত চেনা’,‘ ওরে পিঁড়িতি বিষের কাঁটা’ ও ‘ভালো আছি ভালো থেকো’ গানগুলো। অন্যদিকে দিনাত জাহান মুন্নী পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘বকুল ফুল’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ গানগুলো।

অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এবার মূলত তিনটি শোতে সঙ্গীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি আগামী ১২/১৩ সেপ্টেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ। যেক’টি শোতে অংশ নিয়েছি, সবই ছিল ভীষণ পরিপাটি এবং চমৎকার। বিশেষ করে ফেলাডেলফিয়াতে আয়োজনটি ছিলো অনেক বড়। আমার কাছে সঙ্গীত পরিবেশন করতে খুউব ভালোলেগেছে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ দিনাত জাহান মুন্নী বলেন,‘ ঠিক একযুগ আগে এই ফেলাডেলফিয়াতেই আমি আর আঁখি একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছিলাম। এক যুগ পর আবারো একই স্থানে একই মঞ্চে আমরা সঙ্গীত পরিবেশন করেছি। শো শেষে আমি আর আঁখি আগের শো’য়ের স্মৃতিচারণ করছিলাম। তবে এবারের আয়োজন আগের আয়োজনের চেয়ে অনেক বড় ছিল এবং অনেক গোছানোও ছিল। সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশীদের এক দারুণ মিলনমেলা ছিলো। ধন্যবাদ চ্যানেল আইকে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকার জন্য। ধন্যবাদ রাশেদ ভাইকে।’ উল্লেখ্য, আঁখি আলমগীর আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে রুনা লায়লার সুরে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ঐ কল্পলোকে’ গানটি গেয়ে গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

 


আরো সংবাদ



premium cement