২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

মৌলিক গান প্রকাশেই মনোযোগ রনির

-


২০১৭ সালের পর ২০২৩ সালে এসে মধ্যবর্তী সময়ের বিরতির পর নতুনভাবে আলোচনায় আসে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’। এর প্রধান কারণ ছিল এবারের আয়োজনের বিশেষ বিচারক ছিলেন উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। পাশাপাশি প্রধান দুই বিচারক ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এর পাশাপাশি এবার যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বলা যায় তারা সবাই ছিলেন মেধাবী। সেখান থেকে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত উঠে আসতে প্রতিযোগীদের অনেক কষ্ট করতে হয়েছে, গানে নিজেদের মেধার ও কণ্ঠের যথাযথভাবে প্রমাণ করতে হয়েছে। গ্র্যান্ড ফিনালে যদিও গেলো বছর আমেরিকাতে হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। তবুও অনেকেই ‘গ্র্যান্ড ফিনালে’তে উঠে আসার পর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। মনোযোগ দিচ্ছেন নিজের মৌলিক গান প্রকাশে। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইসফাতারা কায়সার রনি। রনির গান বিশেষ বিচারক, প্রধান বিচারকসহ সারা বাংলাদেশের সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে এরইমধ্যে মুগ্ধ করেছে। মুগ্ধ করেছে তার প্রকাশিত মৌলিক গান ‘দিলে মারলি ঝটকা’ গানটিও। এই গানটি দিয়ে রনির ইউটিউব চ্যানেল ‘রনিস টিউন’র যাত্রা শুরু হয়েছে। কিছুদিন আগেই গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেলী সুলতানা। মিউজিক করেছেন এ এন ফরহাদ। গানটির মিউজিক ভিডিওতে আছেন ইমতু রাতিশ ও শাকিলা পারভীন। প্রথম গান দিয়েই রনি বেশ সাড়া ফেলেছেন। তবে রনি জানান, তিনি আরো মৌলিক গান একের পর এক প্রকাশ করবেন। এরই মধ্যে রনি তারই চ্যানেলে প্রকাশ করেছেন ফোক গান ‘মন বাগান’।

এই গানটি লিখেছেন, সুর করেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ মেধাবী গায়ক ও সুরকার খায়রুল ওয়াসী। সঙ্গীতায়োজন করেছেন সাদ শাহ। গানটির মিউজিক ভিডিওতে রনির সাথে মডেল হয়েছেন আলভী মামুন। আধুনিক ও ফোক গান-দুই ধরনের গান প্রকাশ করেই রনি শ্রোতা দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছেন। রনি বলেন,‘ সেরাকণ্ঠ ২০২৩ আমার সঙ্গীত জীবন সঠিকভাবে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অনেক বড় একটি প্লাটফরম। জানি না গ্র্যান্ড ফিনালেতে ভাগ্যে কী আছে। তবে আমি এ পর্যন্ত আসতে পেরেছি, তাতেই শুকরিয়া আমার। দর্শক শ্রোতার ভালোবাসা এবং ভালোলাগা থাকলে আমি চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হওয়ার আশা রাখি। তারপরেও যেহেতু গানই গাইতে হবে আমাকে, তাই আমি আমার নিজের মৌলিক গান প্রকাশে থেমে নেই। আমার নিজস্ব চ্যানেলেই আমি আমার মৌলিক গান একে একে প্রকাশ করছি। যে দু’টি গান প্রকাশ পেলো দু’টি গানের জন্যই আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর আমাদের সেরাকণ্ঠের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন স্যার, বিশেষ বিচারক রুনা ম্যাম, প্রধান বিচারক বন্যা ম্যাম ও সামিনা ম্যামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তাদের আশীর্বাদ নিয়ে আমি আগামীর পথে এগিয়ে যেতে চাই।’

 


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চায়না কারখানায় অগ্নিকাণ্ড স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নামে দুদকের মামলা বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

সকল





up