সাবিনার গানে মুগ্ধতা ছড়ালেন তিন্নি
- বিনোদন প্রতিবেদক
- ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কানিজ খাদিজা তিন্নি, এই প্রজন্মের শ্রোতানন্দিত গায়িকা। তার ভীষণ শ্রদ্ধা ও ভালোবাসার এক শিল্পীর নাম বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আজ থেকে তিন বছর আগে সাবিনা ইয়াসমিনেরই জন্মদিনে চ্যানেল আইতে সকালের বিশেষ আয়োজনে তারই গানগুলো গেয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছিলেন তিন্নি। ঠিক তিন বছর পর গতকালও সাবিনা ইয়াসমিনের জন্মদিনে আবারো তাকে গানে গানে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর সুযোগ পেলেন কানিজ খাদিজা তিন্নি। গতকাল সকালে চ্যানেল আইয়ের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে গানে গানে সাবিনা ইয়াসমিনকে শ্রদ্ধা জানান তিন্নি। এবারের আয়োজনে তিন্নি একে একে পরিবেশন করেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুরে ‘যদি আমাকে জানতে সাধ হয়’, ‘প্রেম যেন মোর গোধূলী বেলা’, ‘ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে’ গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আলতাফ মাহমুদের সুরে ‘শুধু গান গেয়ে পরিচয়’, গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুরে ‘গীতিময় সেই দিন চিরদিন’ এই গানগুলো।
এবারের আয়োজনে মিউজিশিয়ান হিসেবে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিন্নি। কারণ তাদের কারণেই প্রতিটি গানেই তিন্নি খুব ভালোভাবে পারফর্ম করতে পেরেছিলেন। এবারের আয়োজন প্রসঙ্গে তিন্নি বলেন, এই যে আমি আজকের তিন্নি, গানের ভুবনে এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাকে চ্যানেল আই সেরাকণ্ঠ তৈরি করে দিয়েছিল। যে কারণে সবসময়ই আমি মহান আল্লাহ ও আমার পরিবারের পর চ্যানেল আইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। আজ থেকে তিন বছর আগে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে গানে গানে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ হয়েছিল। ঠিক তিন বছর পর আবারো তার জন্মদিনে এই শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়ায় চ্যানেল আইয়ের প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধেয় সাবিনা ম্যাডাম এমনই একজন শিল্পী যার গান নিজের কণ্ঠে গাইতে পারার মধ্যে কী যে আনন্দ আর উচ্ছ্বাস কাজ করে তা ভাষায় প্রকাশের নয়। তার গান তারই জীবদ্দশায় এমন আয়োজনে গাইতে পেরেছি, মনে হয় এটিই যেন অনেক বড় প্রাপ্তি। আল্লাহ ম্যাডামকে সুস্থ রাখুন ভালো রাখুন। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় মিউজিশিয়ানদের প্রতি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা