‘বাবার দোয়া’য় তন্ময়-মুসকান
- বিনোদন প্রতিবেদক
- ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কিছু দিন আগেই তরুণ মেধাবী নাট্যনির্মাতা মো: রবিউল শিকদার তার বাবাকে হারিয়েছেন। তারও কয়েক বছর আগে তিনি তার মাকেও হারান। বাবা মা দু’জনকে হারিয়ে রবিউল শিকদার এই মুহূর্তে ভীষণ কষ্টে দিনযাপন করছেন। বিশেষত বাবাকে হারানোর পর যেন পৃথিবীতে তিনি একাই হয়ে গেলেন। কিন্তু রবিউল শিকদার বিশ^াস করেন তার বাবার দোয়া তার সাথে সবসময় আছে ও থাকবে। সেই সাথে মায়ের দোয়া তো আছেই। বাবার প্রতি অসীম ভালোবাসা থেকে বাবাকে শ্রদ্ধা জানিয়েই মো: রবিউল শিকদার এবার তার নিজের রচনা ও পরিচালনায় নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাবার দোয়া’। এতে দু’টি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল ও মুসকান সিকদার। তন্ময় সোহেল জানালেন, এবারই প্রথম তিনি রবিউল সিকদারের পরিচালনায় কাজ করলেন। তন্ময় সোহেল বলেন, সাধারণত আমি জীবনঘনিষ্ঠ গল্পেই বেশি কাজ করি। বাবার দোয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিরও গল্প জীবন ঘনিষ্ঠ। যে কারণে কাজটি করতে আমার ভীষণ ভালো লেগেছে। আর রবিউল শিকদার ভাই নিজেও সবসময় জীবনের সাথে সম্পৃক্ত গল্প নিয়ে কাজ করতে ভালোবাসেন। তার চোখেমুখে সৃষ্টির যে নেশা তা আমাকে মুগ্ধ করেছে। আমার সাথে যে সহশিল্পী কাজ করেছেন, তার সাথে এটি আমার প্রথম কাজ। আমরা সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। বাকিটা দর্শক ভালো বলতে পারবেন। রবিউল সিকদার বলেন, বাবার দোয়া একটি গল্পনির্ভর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। একজন নির্মাতা হিসেবে কাজটি করে আমি তৃপ্ত। তবে আরো আয়োজন করে নির্মাণ করতে পারলে তৃপ্তি পেতাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা