২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিরেই আলোচনায় নীহা

ফিরেই আলোচনায় নীহা -

গেলো ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল এই প্রজন্মের প্রিয় মুখ নাজনীন নীহা অভিনীত নাটক। প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ লাইন’-এ সর্বশেষ নীহার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে নীহার বিপরীতে ছিলেন জোভান। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পারসা। এরপর এই এক নাটক দিয়েই দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে রেখেছিলেন নীহা। নাটকটি ফেব্রুয়ারির শেষপ্রান্তে ইউটিউবে প্রকাশ পাবার পর এখন পর্যন্ত আড়াই কোটিরও বেশি ভিউয়ার্স নাটকটি উপভোগ করেছেন। তবে এরই মধ্যে নীহা ভক্তদের জন্য সুখবর হলো গেলো ২৯ আগস্ট পুরো ছয় মাস পর নীহা অভিনীত কোনো নাটক ইউটিউবে প্রকাশ পেলো। নাটকের নামস ‘অবুঝ পাখি’। নাটকে নাম-ভূমিকাতে তিনিই অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটির গল্প ছাত্র রাজনীতি নিয়ে। নাটকটির গল্প হাসান মোহতারিমের। চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন।

পরিচালনা করেছেন তরুণ মেধাবী পরিচালক রুবেল হাসান। নাটকটি প্রকাশের পর অভূতপূর্ব সাড়া পাচ্ছেন নীহা। নীহা বলেন, ‘বরাবরের মতোই আমি দর্শকের কাছে ভীষণ কৃতজ্ঞ। বিশেষত আমার যারা ভক্ত দর্শক তারা আমার একটি নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই নাটকটিও হয়তো আরো কিছুদিন আগেই প্রকাশ পেত। কিন্তু মাঝখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে দেশের অনেকাংশজুড়ে বন্যা- এসব পরিস্থিতি বিবেচনা করে নাটকটির প্রকাশ পিছিয়ে যায়। অবশেষে তিন দিন আগে নাটকটি প্রকাশ পেলো। প্রকাশের পর এতে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পাচ্ছি। রুবেল ভাইয়ের নির্দেশনায় আমার প্রথম কাজ ছিল। ইয়াশ ভাইয়ার সাথেও প্রথম কাজ ছিল। সবমিলিয়ে কাজটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।


আরো সংবাদ



premium cement