ইশরাত নিশাতকে ঘিরে শিক্ষাথী ড. নাজনীন চুমকির স্মৃতিকথা
- বিনোদন প্রতিবেদক
- ২৭ আগস্ট ২০২৪, ০০:০৫
থিয়েটারপাড়ার খুব পরিচিত মুখ ছিলেন ইশরাত নিশাত। বেইলি রোডে তার সরব উপস্থিতির কথা মঞ্চ নাটকপ্রেমীরা ভালো করেই জানতেন। সেখান থেকে মঞ্চ নাটক শিল্পকলায় প্রসার লাভ করার পর এখানে তার সরব উপস্থিতি ছিলো প্রতিদিনকার ঘটনা। সদা হাস্যোজ্জল এই মানুষটি থিয়েটারের মানুষদের আড্ডায় মাতিয়ে রাখতেন। থিয়েটার নিবেদিত ইশরাত নিশাত চলে গিয়েছেন ২০২০ সালের ১৯ জানুয়ারি না ফেরার দেশে চলে যান। সেদিন গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে ইশরাত নিশাত ঢাকার মঞ্চ নাট্যাঙ্গনে ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসেবে পরিচিত ছিলেন। দেশ নাটকের হয়ে কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন ইশরাত। তার নির্দেশিত মঞ্চ নাটক ‘অরক্ষিতা’ নাটকপাড়ায় বেশ প্রশংসা পেয়েছে। এছাড়াও দেশ নাটকের হয়ে তিনি নির্দেশনা দিয়েছেন ‘যাত্রানাস্তি’ ও ‘পার্থক্য’ নাটক দুটি। দেশ নাটকের প্রথম দিকের সব নাটকেই তিনি অভিনয় করেছিলেন। মঞ্চে আলোক নির্দেশক হিসেবেও কাজ করেছেন ইশরাত। সেই সঙ্গে তিনি ছিলেন একজন আবৃত্তি শিল্পীও। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত সিনেমাটির নাম ‘আলফা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এদিকে গতকাল ছিলো ইশরাত নিশাতের জন্মদিন। তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে তারই শিক্ষাথী অভিনেত্রী, নির্দেশক ড. নাজনীন চুমকি লিখেছেন, ‘ শুভ জন্মদিন আমার ক্ষুদ্র পৃথিবীর মহান শিক্ষক। নিশাত আপা (ইশরাত নিশাত) আমার শিক্ষক এবং অভিভাবক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা