২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সালমান শাবনূর প্রিয় ‘মৌ’-এর সিনেমা আজ হলে হলে

-

বাংলাদেশের সিনেমার নবাগত নায়িকাই তিনি। তিনি মৌ খান। সিনেমা নিজেকে প্রতিষ্ঠার অনেক স্বপ্ন, আশা নিয়ে পরিবার বিশেষত মায়ের অনুপ্রেরণা নিয়ে সিনেমা জগতের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। এর আগে তার অভিনীত দু’টি সিনেমা মুক্তি পেয়েছে। একটি মো: আসলামের ‘প্রতিশোধের আগুন’ এবং অন্যটি মনতাজুর রহমান আকবরের ‘যেমন জামাই তেমন বউ’। আর আজ মুক্তি পাচ্ছে তার অভিনীত জীবনের তৃতীয় সিনেমা। সিনেমার নাম ‘অমানুষ হলো মানুষ’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এই সিনেমায় তিনি ‘আলো’ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ঢাকাসহ সারা দেশের ২০টিরও অধিক সিনেমা হলে মুক্তি পাবে। তবে কোনো হলে গিয়ে সিনেমা দেখার আপাতত ইচ্ছে নেই। কারণ দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। দেশের বিভিন্ন অঞ্চল বন্যাকবলিত। এমতাবস্থায় নিজে হলে গিয়ে সিনেমা দেখার বিষয়টি সময়ের অনুকূলে নয়।

বগুড়ার জলেশ্বরী তলার নূর মসজিদের পাশেই মৌয়ের বাসা। তার বাবা মনোয়োর হোসেন ২০১৬ সালে ইন্তেকাল করেছেন। তার মা ফেরদৌসী বেগম, বগুড়ার পল্লী বিদ্যুতে চাকরি করছেন। একমাত্র ছোট ভাই ফয়সাল জয় ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন। অন্যদিকে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন মৌ খান। কিছু দিন আগে নাজমুল দিগন্তের পরিচালনায় তিনি চিত্রনায়ক রিয়াজের সাথে একটি হ্যান্ড ওয়াশের বিজ্ঞাপনেও কাজ করেছেন। ওটিটি প্ল্যাটফর্মে মৌ অভিনীত শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়’ ফিল্মটি প্রকাশ পায়। এরই মধ্যে তিনি প্রায় শেষ করেছেন মো. আসলামের ‘তবুও প্রেম দামি’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন দেশ ইসলাম।

 


আরো সংবাদ



premium cement