২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এই দিনে পৃথিবীতে এসেছিলেন তারা সবাইকে জন্মদিনের শুভেচ্ছা

এই দিনে পৃথিবীতে এসেছিলেন তারা সবাইকে জন্মদিনের শুভেচ্ছা -

বাংলাদেশের চলচ্চিত্রের ও নাটকের বরেণ্য দুই অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিম, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী, নন্দিত অভিনেত্রী, পরিচালক ও গায়িকা রুমানা রশীদ ঈশিতা এবং প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী বীথি রানী সরকার-আজকের দিনে অর্থাৎ ভিন্ন ভিন্ন বছরে ২২ আগস্ট তারা পৃথিবীতে এসেছিলেন। আজ তাদের সবারই জন্মদিন। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু এখনো নতুন কোনো কাজে ফিরেননি। তবে তিনি জানান আগামী ২৫ আগস্ট থেকে তিনি কাজে ফিরবেন। রায়হান রাফির পরিচালনায় একটি ওয়েব ফিল্ম, অরণ্যের পরিচালনায় একটি নাটক এবং এরপর আগামী মাস থেকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি। এ দিকে মোশাররফ করিম গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি মাঠপর্যায়ে গিয়ে আন্দোলনে সম্পৃক্ত থেকে ছাত্রদের সাহস জুগিয়েছেন। এরই মধ্যে তার অভিনীত তাইফুর জাহান আশিক পরিচালিত ‘বিক্রীত জিনিস ফেরত নহে’। নাটকে তার বিপরীতে আছেন তারই সহধর্মিণী রোবেনা রেজা জুঁই। এরই মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য কাজী আসাদের পরিচালনায় তিনি ‘আধুনিক ভাতের হোটেল’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। গতকাল সকাল ৬টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে কাজটি শেষ করে গতকাল সকালেই তিনি সপরিবারে কলকাতা গেছেন। ফিরবেন চার-পাঁচ দিন পর। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী আপাতত দেশের বাইরে আমেরিকায় আছেন। সেখানে তার ছোট মেয়ে ফাইজাহ আছেন। ঈশিতা আপাতত কোনো কাজ করছেন না। ঠিক কবে নাগাদ নতুন কাজ শুরু করবেন এ ব্যাপারেও তেমন কোনো নিশ্চয়তা দেননি তিনি। বীথি রানী সরকারও প্রথমবার মা হওয়ার পর এখনো কাজে ফেরা হয়নি তার। জন্মদিন প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন,‘ সত্যি বলতে কী দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। এমন সময়ে নিজের জন্মদিন উদযাপন করার ইচ্ছেও নেই। তবে স্ত্রী সন্তানদের নিয়ে ঘরোয়াভাবে দিনটি উদযাপন হয়তো করব।’ ডলি সায়ন্তনী বলেন, ‘আমি আর আমার মেয়ে ফাইজাহই এবার জন্মদিন উদযাপন করব আমেরিকাতে। সবার দোয়া চাই।’
মোশাররফ করিম বলেন, ‘জন্মদিন উদযাপনের মতো বিশেষ কিছু আমার মাথায় থাকে না। পরিবারের সাথে ও নিজেদের মতো করে সময় কাটাতেই দেশের বাইরে এলাম। সবার কাছে দোয়া চাই যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি।’
ঈশিতা বলেন, ‘সবার জীবন সুন্দর হোক, দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, আমাদের দেশটার জন্যই এখন সব চিন্তা। নিজের জন্য আসলে কিছুই ভাবছি না।’ বীথি রানী সরকার বলেন, ‘এখন আমার সন্তান অভিরাম পরমদেব’র বয়স আট মাস। ভাবছি আরো চার মাস পর কাজে ফিরবো। এর মধ্যে বেশ কয়েকজন পরিচালকও যোগাযোগ করেছেন। কিন্তু আমি পুরো ফিট হয়েই কাজে ফিরতে চাই।’


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল