২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লুইপার ‘প্রার্থনায় তুমি’

লুইপার ‘প্রার্থনায় তুমি’ -

কিছু দিন আগেই ছিল এই প্রজন্মের মিষ্টি আর সুরেলা কণ্ঠের গায়িকা জিনিয়া জাফরিন লুইপার জন্মদিন। অন্যান্য বারের মতো এবারের জন্মদিন বিশেষভাবে আয়োজন করে উদযাপন করা হয়ে উঠেনি তার। আবার ১৭ আগস্ট ছিল লুইপার স্বামী দেশের বিশিষ্ট যন্ত্রশিল্পী মো: আলমগীর হোসেনের জন্মদিন। একদিন নিজের জন্মদিন, অন্যদিন স্বামীর জন্মদিন। এর মধ্যে দেশের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক নয়। তাই দু’জনের জন্মদিন আয়োজন করে উদযাপনের সুযোগও ছিল না। তবে এর মধ্যে লুইপা গানের রেকর্ডিংয়ে ফিরেছেন। গত ১৬ আগস্ট লুইপা প্রথমবার এই প্রজন্মের তরুণ গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক সজীব দাসের সুর সঙ্গীতে একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। নাটকের নাম ‘ভালোবাসার মানুষ’। গানের শিরোনাম ‘প্রার্থনায় তুমি’। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী। ‘প্রার্থনায় তুমি’ গানটির সুর সঙ্গীত করার পাশাপাশি এতে লুইপার সাথে গেয়েছেনও সজীব দাস। লুইপার সাথে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত সজীব। সজীব বলেন, ‘এই প্রজন্মের অত্যন্ত মিষ্টি কণ্ঠের একজন গায়িকা তিনি। ইচ্ছে ছিল আমার সুরে একটি হলেও গান করানোর। অবশেষে সেই সুযোগটি এলো। আমার সুরে গাইলেন তিনি, আমিও তার গানে সঙ্গী হলাম। গানটির কথা খুব সুন্দর। আমি চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের।’ লুইপা বলেন, ‘সজীব নামের মানুষগুলো কেন জানি আমার প্রিয় হয়ে যায়। সজীব দাস আমার খুব প্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক। এবারই প্রথম সজীবের সুরে একটি দারুণ গান গাইলাম। গানটি লিখেছেন আমার প্রথম একক গানের অ্যালবাম ছায়াবাজির গীতিকার রবিউল ইসলাম জীবন। গানের কথা সত্যিই খুব সুন্দর। আশা করছি গানটি শ্রোতাদের ভালোলাগবে।’ পরিচালক রাফাত মজুমদার রিংকু জানান, শিগগিরই ‘ভালোবাসার মানুষ’ নাটকটি প্রচারে আসবে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল