২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৮৪-তে অভিনেতা প্রবীরমিত্র

৮৪-তে অভিনেতা প্রবীরমিত্র -

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা প্রবীরমিত্র গতকাল রোববার ৮৪ বছরে পা রাখেছেন। ১৯৪১ সালের ১৭ আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসাবে ৮৩ বছর পূর্ণ করে তিনি ৮৪-তে পা রাখছেন। প্রবীরমিত্রের দুই পায়ের হাঁটুতে সমস্যার কারণে দীর্ঘ ১৬ বছর ধরে ভীষণ অসুস্থ তিনি। বড় ছেলে মিঠুন ও মেজ ছেলে নিপুণের কাছেই একসাথে আছেন তিনি রাজধানীর ধানমন্ডির আট নম্বর রোডের এক বাসাতে। গত শুক্রবার সন্ধ্যার পর তাকে দেখতে গিয়ে তার বড় ছেলে মিথুনের সাথে কথা হলো। তখন প্রবীরমিত্র ঘুমে। মিথুন জানান, তার বাবার ঘুমের নির্দিষ্ট কোনো সময় নেই। যখন ইচ্ছে তখন ঘুমান। আর একটি নির্দিষ্ট রুমের বাইরে তিনি সাধারণত বের হন না। একটি ঘরেই সময় কাটে প্রবীরমিত্রের। মিথুন তার স্ত্রী, মিথুনের ছোট ভাই নিপুণ তার স্ত্রী যথেষ্ট সময় দেয়ার চেষ্টা করেন তাদের বাবাকে। দীর্ঘ চার বছর ধরে এই বাসাতে আছেন প্রবীরমিত্র। একদমই কোনো খোঁজখবর রাখেন না প্রবীরমিত্রের দীর্ঘদিনের কর্মস্থলের প্রিয়জনরা। প্রবীরমিত্রের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তার সাথে শেষবার আড্ডাও দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ তা আর হলো না। এখন আর কাউকে দেখার ইচ্ছেও নেই তার। খুব কম কথা বলেন প্রবীরমিত্র। মিথুন জানান, তার বাবার জন্মদিনে তার বড় বোন ফেরদৌস পারভীন বাসায় আসেন। সবাই মিলে বাবাকে একটু আনন্দ দেয়ার চেষ্টা করেন। মিথুন জানান, তার মা নাজমুন্নাহার মারা গেছেন ২০০০ সালে। আর তার ছোট ভাই আকাশ ২০১২ সালে মারা গেছেন। এরপর থেকেই তার বাবাও যেন কেমন হয়ে যান।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত সংস্কার কেন সবার আগে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার

সকল