২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৮৪-তে অভিনেতা প্রবীরমিত্র

৮৪-তে অভিনেতা প্রবীরমিত্র -

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা প্রবীরমিত্র গতকাল রোববার ৮৪ বছরে পা রাখেছেন। ১৯৪১ সালের ১৭ আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসাবে ৮৩ বছর পূর্ণ করে তিনি ৮৪-তে পা রাখছেন। প্রবীরমিত্রের দুই পায়ের হাঁটুতে সমস্যার কারণে দীর্ঘ ১৬ বছর ধরে ভীষণ অসুস্থ তিনি। বড় ছেলে মিঠুন ও মেজ ছেলে নিপুণের কাছেই একসাথে আছেন তিনি রাজধানীর ধানমন্ডির আট নম্বর রোডের এক বাসাতে। গত শুক্রবার সন্ধ্যার পর তাকে দেখতে গিয়ে তার বড় ছেলে মিথুনের সাথে কথা হলো। তখন প্রবীরমিত্র ঘুমে। মিথুন জানান, তার বাবার ঘুমের নির্দিষ্ট কোনো সময় নেই। যখন ইচ্ছে তখন ঘুমান। আর একটি নির্দিষ্ট রুমের বাইরে তিনি সাধারণত বের হন না। একটি ঘরেই সময় কাটে প্রবীরমিত্রের। মিথুন তার স্ত্রী, মিথুনের ছোট ভাই নিপুণ তার স্ত্রী যথেষ্ট সময় দেয়ার চেষ্টা করেন তাদের বাবাকে। দীর্ঘ চার বছর ধরে এই বাসাতে আছেন প্রবীরমিত্র। একদমই কোনো খোঁজখবর রাখেন না প্রবীরমিত্রের দীর্ঘদিনের কর্মস্থলের প্রিয়জনরা। প্রবীরমিত্রের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তার সাথে শেষবার আড্ডাও দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ তা আর হলো না। এখন আর কাউকে দেখার ইচ্ছেও নেই তার। খুব কম কথা বলেন প্রবীরমিত্র। মিথুন জানান, তার বাবার জন্মদিনে তার বড় বোন ফেরদৌস পারভীন বাসায় আসেন। সবাই মিলে বাবাকে একটু আনন্দ দেয়ার চেষ্টা করেন। মিথুন জানান, তার মা নাজমুন্নাহার মারা গেছেন ২০০০ সালে। আর তার ছোট ভাই আকাশ ২০১২ সালে মারা গেছেন। এরপর থেকেই তার বাবাও যেন কেমন হয়ে যান।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল