২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চলার পথে দুই যুগে শরীফ-মুক্তি

-

শরীফ রাজকুমার ও অনুপমা মুক্তি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সফল তারকা-দম্পতি। গানের জুটি হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে স্বর্ণালি সময় কাটিয়েছেন তারা দু’জন ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত। সেই সময় দেশের মধ্যে বিশেষত রাজধানীতে নানান ধরনের অনুষ্ঠানে শিল্পী হিসেবে শরীফ-মুক্তির প্রাধান্য ছিল বেশ। ১৯৯৫ সালে শরীফ রাজকুমার যখন রাজধানীর বুলবুল ললিতকলা একাডেমিতে নজরুল সঙ্গীতের সার্টিফিকেট কোর্স প্রায় শেষের দিকে সেই সময় অনুপমা মুক্তি সম্ভবত একই প্রতিষ্ঠানে একই বিষয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সেই বছরই দু’জনের মন দেয়া নেয়া হয়। আর পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০০০ সালের ১৪ নভেম্বর বিয়ে করেন তারা দু’জন। ২০০৬-এর ২১ সেপ্টেম্বর তাদের একমাত্র সন্তান (কন্যা) আনিশবার জন্ম হয়। যিনি কিছু দিন আগে ও লেভেল সম্পন্ন করেছেন। শরীফের একমাত্র গানের অ্যালবাম আসাদুজ্জামান খোকনের লেখা ও তার সুর সঙ্গীতে ‘ভালোবাসার বায়না’। তারই সুরে অনুপমা মুক্তির প্রথম গান ছিল ‘শুধু কাছে এসে আড়ালে রেখে’ গানটি। এটি বিটিভিতে মুক্তির গাওয়া প্রথম গান ছিল। এরপর আরো বেশ কয়েকটি গান গেয়েছেন মুক্তি শরীফেরই সুরে। গানের ভুবনের জুটি হিসেবে এখনো তারা বিভিন্ন অনুষ্ঠানে একসাথে গান করেন কিংবা মুক্তি একা সঙ্গীত পরিবেশন করলেও নেপথ্যে থেকে তাকে সব ধরনের সহযোগিতা করেন শরীফ। এদিকে আজ শরীফের জন্মদিন। বিবাহিত জীবনের কিংবা চলার পথের একসঙ্গের প্রায় দুই যুগের পথচলা এবং জন্মদিন প্রসঙ্গে শরীফ রাজকুমার বলেন, ‘মুক্তির সঙ্গে আমার বোঝাপড়াটা এক কথায় অসাধারণ। নিঃসন্দেহে মুক্তি ভীষণ গুণী একজন শিল্পী। তার শিল্পী সত্ত্বাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল