২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিন প্রতিষ্ঠানের ব্র্যা-প্রমোটার সিমরিন লুবাবা

-

এই প্রজন্মের আলোচিত মডেল, ব্র্যা- প্রমোটার সিমরিন লুবাবা আগে থেকেই ফ্যাশন হাউজ ‘আনজারা’ ও রেস্টুরেন্ট ‘হাওয়া’র ব্র্যা-প্রমোটার। এরই মধ্যে আরো একটি প্রতিষ্ঠানের ব্র্যা-প্রমোটার হিসেবে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন লুবাবা। ‘পিজা চেইন’র ব্র্যা-প্রমোটার হিসেবে লুবাবা কাজ শুরু করেছেন। রাজধানীর বিএএফ শাহীন কলেজে (ইংরেজি মিডিয়াম) সপ্তম শ্রেণীতে পড়ুয়া লুবাবা আপাতত ব্র্যা-প্রমোটার হিসেবেই কাজ করবেন বলে জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম জেনি। এই তিনটি প্রতিষ্ঠানের ব্র্যা-প্রমোটার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি মূলত পড়াশোনাটা মনোযোগ দিয়ে করে যেতে চান বলে জানালেন লুবাবার মা। এদিকে আজ লুবাবার জন্মদিন। জন্মদিন নিয়ে তেমন কেনো বিশেষ পরিকল্পনা নেই। লুবাবা বলেন,‘ সবার কাছে জন্মদিনে দোয়া চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যেন ঠিকঠাকভাবে করে যেতে পারি। পড়াশোনাটা এখন মন দিয়ে করে যেতে চাই।’ লুবাবার মা জেনি বলেন, ‘জন্মদিন আসলেই যে লুবাবা তার দাদাকে মিস করে বিষয়টি এমন নয়, দাদাকে (প্রয়াত অভিনেতা আব্দুল কাদের) লুবাবা সব সময়ই মিস করে। দাদাই ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। দাদার সঙ্গেই খেলতো, গল্প করতো। এখন তো পুরোটা সময়ের সঙ্গী আমি। আপাতত লুবাবা ব্র্যা-প্রমোশনের বাইরে অন্য কোনো কাজ করবে না। এখন পড়াশোনাটা মনোযোগ দিয়ে করুক, আমরা এটাই চাই।’ আশফাক উজ জামান বিপুলের নির্দেশনায় লুবাবা প্রথম ‘এপেক্স’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল