২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন ছবি

ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন ছবি -

নতুন একটি ধারাবাহিকে কাজ শুরু করার কথা ছিল গুণী অভিনেত্রী ফারজানা ছবির। কিন্তু কোটা আন্দোলন এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে পিছিয়ে যায় তার নতুন ধারাবাহিকে কাজ করা। তবে আজ জন্মদিনে ছবি জানালেন, আগামী ১৯ আগস্ট থেকে তিনি মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’র শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন এবং পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। ছবি জানালেন আরো দু’টি ভিন্ন চ্যানেলে তার অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ও সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘বোকা প্রেম’ ধারাবাহিক নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এ দিকে দু’টি ধারাবাহিক প্রচারের পাশাপাশি তিনটি নতুন বিজ্ঞাপনও প্রচার হচ্ছে বিভিন্ন চানেলে। বিজ্ঞাপন তিনটি হলো শঙ্খদাস গুপ্তের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের অ্যারোসল, আইরিনের পরিচালনায় ডেটল ও প্রাণ টিমের নির্দেশনায় নির্মিত ভিশন এসি। তিনটি বিজ্ঞাপনের জন্যই বেশ সাড়া পাচ্ছেন তিনি। এ দিকে আজ ছবির জন্মদিন। বিগত জীবনের প্রতিটি জন্মদিনই কেটেছে অনেক উচ্ছ্বাস আর আনন্দের মধ্যদিয়ে; কিন্তু এবারের জন্মদিনকে ঘিরে তার নিজের কোনো উচ্ছ্বাস বা আনন্দ নেই। হয়তো পরিবারের সদস্যরা দিনটিকে একটু বিশেষায়িত করে তোলার চেষ্টা করবে। কিংবা দুই ছেলেকে একটু আনন্দ দেয়ার চেষ্টা থাকবে ছবির। এর বাইরে বিশেষ কিছু নয়। ফারজানা ছবি বলেন, ‘বিগত আন্দোলনে শহীদ হওয়া সব শিক্ষাথী, সাধারণ জনগণ, পুলিশ-সহ আরো অন্যান্যের রূহের শান্তি কামনা করছি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল