লোকার্নো উৎসব থেকে সম্মাননা পেলেন শাহরুখ
- বিনোদন ডেস্ক
- ১৩ আগস্ট ২০২৪, ০০:০৫
আরো দীর্ঘ প্রাপ্তির তালিকা। মুকুটে যুক্ত হলো নতুন পালক। ক্যারিয়ারে প্রায় চার দশকে পা রেখে বলিউড বাদশাহ প্রশংসিত হলেন আন্তর্জাতিক আসর লোকার্নো চলচ্চিত্র উৎসবে। যদিও ঘোষণা করা হয়েছিল আগেই, এবার হাতে উঠল পুরস্কার।
লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে শাহরুখ খান প্রথম ভারতীয় হিসেবে পেলেন ‘কেরিয়ার লেপার্ড’ পুরস্কার।
সুইজারল্যান্ডে পুরস্কার হাতে নেয়ার আগে শুভাকাক্সক্ষীদের উদ্দেশে বক্তব্য রাখেন শাহরুখ খান। প্রত্যেকবারের মতো এবারো তার রসবোধ ও কৌতুকপূর্ণ বক্তৃতা নজর কাড়ে সবার। দর্শক হাততালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে। মসৃণ কালো ব্লেজার ও ম্যাচিং ট্রাউজার পরা শাহরুখের মুখে ছিল চিরচেনা হাসি। ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভাল’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে উন্মুক্ত করা হয়েছে শাহরুখের ছবি ও ভিডিও।
স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় বলিউডের এ অভিনেতাকে। ১০টার সময় তার কর্মজীবন নিয়ে একটা প্রামাণ্যচিত্র দেখানো হয়।
শাহরুখ জানান, এ ধরনের পুরস্কার তাকে আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। তিনি পুরস্কার নেন পরিচালক গিওনা নাজারোর হাত থেকে।
অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন সুইডিশ সঞ্চালক স্যান্ডি অল্টারম্যাট। লোকার্নো ট্রিবিউটের অংশ হিসেবে শাহরুখ খানের ২০০২ সালের হিট সিনেমা ‘দেবদাস’-এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় সেখানে।
৫৮ বছর বয়সী খান এখনো প্রতাপের সাথে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন ভারতীয় সিনেমার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা