২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাটকে অভিনয় করেছিলেন লুইপা

নাটকে অভিনয় করেছিলেন লুইপা -

জিনিয়া জাফরিন লুইপা, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী। তার কণ্ঠের মাধুর্যতা শ্রোতা দর্শককে সঙ্গীতাঙ্গনে তার শুভারম্ভের শুরু থেকেই মুগ্ধ করে আসছে। বগুড়ার মেয়ে লুইপার গানের ভুবনে পেশাদারি যাত্রা শুরু ২০১০ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মধ্য দিয়ে। যদিওবা সেই প্রতিযোগিতা থেকে বলা যায়, তিনি বাদই পড়ে গিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গানটি গেয়ে আবারো প্রতিযোগিতায় নিজের নাম বেশ গৌরবের সাথে যুক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে তিনি সেরা দশে নিজেকে উন্নীত করতে পেরেছিলেন। ২০১০ সালেই এই বিস্ময়কর কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা দর্শক। পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরুর বেশ কয়েক বছর পর সেই রুনা লায়লাই একদিন তার গান শুনে আবারো মুগ্ধ হন। ২০১৭ সালে বেগম আখতারের গাওয়ায় ‘জোছনা করেছে আড়ি’ গানটি কাভার সং হিসেবে প্রকাশ করেছিলেন লুইপা। লুইপার কণ্ঠে এই গান শুনেই আবারো মুগ্ধ হয়েছিলেন রুনা লায়লা। যে কারণে পরবর্তীতে রুনা লায়লারই সুরে ‘এই দেখা শেষ দেখা’ গানটি গাওয়ার সুযোগ পান লুইপা, যা তার সঙ্গীত জীবনে অনন্য অর্জন হিসেবেই দেখেন তিনি। তবে গানের ভুবনে পেশাদারি যাত্রা শুরুর আগে লুইপা অভিনয়ও করেছিলেন। নাটকে অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছিলেন তিনি। বিশেষত বাংলাদেশের কিংবদন্তি নাট্যপরিচালক আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল