সংবাদ পাঠ ও উপস্থাপনাতেও সাড়া পাচ্ছেন মৌ
- বিনোদন প্রতিবেদক
- ০৫ আগস্ট ২০২৪, ০২:০২
মৌসুমী মৌ, ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী। তবে সাম্প্রতিক সময়ে তিনি সংবাদ পাঠ ও উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত। চ্যানেল এসে নিয়মিত সংবাদ পাঠ করছেন তিনি। এর পাশাপাশি চ্যানেলেটির ‘স্বাস্থ্য ও পুষ্টি’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন। এরই মধ্যে একজন সংবাদপাঠিকা হিসেবে মৌ বেশ সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। মৌসুমী মৌ সংবাদপাঠিকা হিসেবে কাজ শুরু করার আগে নাটকেই বেশি অভিনয় করতেন। তবে সংবাদ পাঠেও তার বেশ আগ্রহ ছিল বলে জানান। যে কারণে তিনি চ্যানেল এসে সংবাদ পাঠের সুযোগ পেয়ে এই চ্যানেলেই নিয়মিত সংবাদ পাঠে আগ্রহী হয়ে উঠেন। এছাড়া বাংলাদেশ বেতারেও মৌ সংবাদ পাঠ করে আসছেন দীর্ঘদিন ধরে। মৌসুমী মৌ বলেন, ‘আমার কাছে মনে হয় সংবাদ পাঠ করা এমন সহজ কোনো বিষয় নয়। দেশ-বিদেশের নানান বিষয় সম্পর্কে জ্ঞান থাকার পাশাপাশি কারেন্ট নিউজ সম্পর্কেও যথেষ্ট অবগত থাকতে হয়। সিচুয়েশন অনুযায়ী একজন সংবাদপাঠিকাকে যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্নতার মধ্যদিয়ে সংবাদ পাঠ করতে হয়। একেকটি সংবাদের প্রকাশ ভঙ্গি একেক রকম। যে কারণে সংবাদের রকম বুঝে সংবাদ পাঠের ধরন হয় একেক রকম। বিষয়গুলো আমি অবগত হয়েই সংবাদ পাঠে এসেছি এবং শুরু থেকেই বেশ অনুপ্রেরণা পেয়ে আসছি। ধন্যবাদ চ্যানেল এস পরিবারকে আমাকে এই সযোগ করে দেয়ার জন্য। আর এর পাশাপাশি আমি উপস্থাপনাও দারুণ উপভোগ করছি। অভিনয়টা মিস করি। ভালো গল্প পেলে অবশ্যই কাজ করব।’ সৈয়দ শাকিল পরিচালিত ‘ছায়াবাজি’ ওয়েব ফিল্মে অভিনয় করে সর্বশেষ বেশ প্রশংসা কুঁড়ান মৌ। সাগর জাহানের ধারাবাহিক ‘ভালোবাসার অলিগলি’তেও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। ২০১৮ সালে ফটোশুটের মধ্য দিয়ে মিডিয়াতে মৌর পথচলা শুরু। জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় ‘অভিমানী তুমি ঘাড়তেড়া আমি’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা