২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রবিঠাকুর আর নির্ঝরের গান নিয়ে ফাহমিদা নবী

রবিঠাকুর আর নির্ঝরের গান নিয়ে ফাহমিদা নবী -

মন প্রশান্তি করার গান গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি গেয়েছেন তিনি। সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। এরই মধ্যে গানটি ‘ফাহমিদা নবী’ চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি ফাহমিদা নবীর কণ্ঠে প্রকাশের পর প্রবল আগ্রহ নিয়ে সবাই শুনছেন। ফাহমিদা নবীও ভীষণ উচ্ছ্বসিত সবার কাছ থেকে সাড়া পেয়ে। যদিও এই গান এর আগেও তিনি নানান সময়ে গেয়েছেন। তবে এবার একটু আয়োজন করে ভিডিও করে থেকে যাওয়ার মতো করেই যেন প্রকাশ করলেন। আবার ‘এক নির্ঝরের গান’-এর ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো ফাহমিদা নবীর কণ্ঠে ‘শাখা-প্রশাখার প্রভাব নিয়ে’ গানটি। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। গানটির মিউজিক ডিজাইন করেছেন শুভেন্দু দাস শুভ। ফাহমিদা নবীর গানের যারা ভক্ত তারা তার কণ্ঠে নতুন এই গান উপভোগ করে ভীষণ উচ্ছ্বসিত। কারণ তারা তার কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষায় ছিলেন।

যে কারণে এই গান প্রকাশের পর ফাহমিদা নবীও বেশ সাড়া পাচ্ছেন। ফাহমিদা নবী বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে প্রাণের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ভালোলাগা আর প্রশান্তি কাজ করে। এই ভালোলাগা, এই অনুভব ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ সজীব দাসকে পাশে থাকার জন্য। আর নির্ঝরের গানটির কথা ও সুর এত ভালো লাগল যে, মনে হলো যে কথাগুলো জীবনের সাথে খুব প্রসঙ্গিক। নির্ঝর কথা চমৎকারভাবে সুরে সুরে কথার বাণীতে আমাদের জীবনের সত্য কথাগুলো প্রকাশ করে গেল। আমার ভীষণ ভালো লেগেছে গাইতে। আশা করছি সবাই যদি একটু মন দিয়ে গানটি শোনেন, গানের কথাগুলো উপলব্ধি করেন তা হলে বুঝবেন যে আসলে কী বলা হচ্ছে গানে গানে। বিশেষ গানের শেষে লাইনটা, এক কথায় দারুণ। শেষ লাইনটা ঠিক এমন- ‘মুখস্থ সব তথ্য নিয়ে, প্রমাণ ছাড়াই অভিযোগে, মতামতের বাক্স খুলে ঘুরছে জনে জনে।’
সাম্প্রতিক সময়ের সাথে কথাটা প্রাসঙ্গিক শতভাগই মনে হয় আমার কাছে। এ দিকে ফাহমিদা নবীর কথা ও সুরে শাকিলার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কথা জমে আছে’- শাকিলের কণ্ঠে ‘সেই তুমি’, পিজুর কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে ‘যদি তোমার আমার আকাশ এক হতো’। সবার আগে প্রকাশিত হয়েছে শাম্মীর কণ্ঠে ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমায়’ গানটি। ফাহমিদা নবীর সুর করা সবগুলো গানই প্রকাশিত হয়েছে ‘ফাহমিদা নবী’ ইউটিউব চ্যানেলে।

 


আরো সংবাদ



premium cement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

সকল