ফেরদৌস আরার নিমন্ত্রণে ইয়াসমিন লাবণ্য
- বিনোদন প্রতিবেদক
- ৩০ জুলাই ২০২৪, ০০:০৫
দীর্ঘদিন ধরেই একুশে টিভিতে ‘গানের ওপারে’ অনুষ্ঠানের উপস্থাপনা করে আসছেন দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। শিল্পকলার একটি অনেক বড় আয়োজনে ফেরদৌস আরার কথা বলার অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে একুশে টিভির প্রযোজক মোহসীনা ‘গানের ওপারে’ অনুষ্ঠানের উপস্থাপনা করার প্রস্তাব দেন ফেরদৌস আরাকে। শুরুতে ফেরদৌস আরা না বললেও, পরবর্তীতে মোহসীনা যুক্তি দিয়ে বুঝিয়ে দেন তার এই অনুষ্ঠান উপস্থাপনা করাটা জরুরি তা বুঝাতে সক্ষম হয়েছিলেন বিধায় ফেরদৌস আরা ‘গানের ওপারে’ অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেন। শুরু থেকে আজ অব্দি তিনিই এই অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে আসছেন। দেশের বিভিন্ন চ্যানেলে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানের মধ্যে একুশে টিভিতে প্রচার চলতি এই অনুষ্ঠানটি সর্বাধিক জনপ্রিয় যে তা ফেরদৌস আরা নানান সময়ে নানানভাবে নানান মাধ্যমে জানতে পেরেছেন। যে কারণে এই অনুষ্ঠান উপস্থাপনা থেকে কখনো সরেও যেতে চাননি তিনি। ভীষণ ভালোলাগা নিয়েই তিনি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে চলেছেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি ছিলেন প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুবীরনন্দী। এরপর আরো বহু শিল্পী এই আয়োজনে নিমন্ত্রণে গান গেয়েছেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তার সঙ্গে। এবার ফেরদৌস আরারই অত্যন্ত স্নেহের এবং ভালো লাগার এই প্রজন্মের একজন শিল্পী তারই নিমন্ত্রণে শ্রোতা দর্শককে গান শোনাতে এসেছেন। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য ‘গানের ওপারে’র অনুষ্ঠানের অতিথি শিল্পী হয়ে গান শোনাতে এসেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা