রাজীবের কণ্ঠে ‘তুমি কেমন যে সামলাও’...
- বিনোদন প্রতিবেদক
- ২৯ জুলাই ২০২৪, ০০:০৫
রিয়েলিটি শো দিয়ে গানের ভুবনে উত্থান হলেও রাজীব নিজের গায়কী দিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক গান, সিনেমার গান যেমন গাইছেন ঠিক তেমনি বেতারের গানেও নিয়মিত পাওয়া যাচ্ছে তাকে। পাশাপাশি বছরজুড়ে দেশে বিদেশে স্টেজ শোতেও রাজীবের রয়েছে বেশ ব্যস্ততা। বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট এ্যান্ড্রু কিশোরের গান একমাত্র রাজীবের কণ্ঠেই সবচেয়ে বেশি মানায়। যে কারণে স্টেজ শোগুলোতে বা টিভি শোগুলোতে যখন রাজীব সঙ্গীত পরিবেশন করতে আসেন, তখন মূলত এ্যান্ড্রু কিশোরের গান শুনানোর অনুরোধই আসে বেশি। রাজীবও স্বাচ্ছন্দ্যবোধ করেন এ্যান্ড্রু কিশোরের গান গাইতে। নানান সময়ে নিজের ভালোলাগা থেকেও রাজীব এ্যান্ড্রু কিশোরের গান কাভার করেছেন। তবে এবার তার সঙ্গীত জীবনের ক্যারিয়ারের একটি ভিন্নরকম আধুনিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘তুমি কেমনে যে সামলাও’। গানের কথা লিখেছেন নন্দিত গীতিকার, সুরকার, গায়ক লুৎফর হাসান। সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। গানটি কিছু দিন আগে হানিফ সংকেতের ‘পাঁচ ফোড়ন’ অনুষ্ঠানে প্রচারিত (এটিএন বাংলায়) হয়েছে। এরপর থেকেই এই গানটির জন্য দারুণ সাড়া পাচ্ছেন রাজীব। বিশেষত গানের কথা ‘ছোট্ট একটা বুকের জমিন, কয়জনারে দাও, এত মানুষ একলা একা কেমনে যে সামলাও’ শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা