১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পরপর দুই চ্যানেলে তিন্নি...

-

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। স্টেজশোর পাশাপাশি তিনি টিভি শোতেও নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। তবে গানকে পেশা হিসেবে বেছে নিলেও নন্দিত এই গায়িকা নারায়ণগঞ্জে একটি স্কুলে শিক্ষকতাও করেন। যে কারণে বলা যায় বেশ ব্যস্ত সময় পার করতে হয় তাকে। এরই মধ্যে দেশের এই বিপর্যস্ত পরিস্থিতিতে তাকে বৈশাখী টিভিতে সঙ্গীত পরিবেশন করতে হয়। তিন-চার দিন আগেই বৈশাখী টিভির নিয়মিত একটি সঙ্গীতানুষ্ঠানে মূলত তিনি প্রখ্যাত কয়েকজন সঙ্গীতশিল্পীর গান পরিবেশন করেন। গানগুলো হলো ‘বুঝিনিতো আমি’, ‘এই মন জোছনায়’, ‘হারানো দিনের মতো’, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা’ ও ‘বিমূর্ত এই রাত্রি আমার’। তিন্নির কণ্ঠে এই গানগুলো শ্রোতা দর্শককে মুগ্ধ করে। এর দু’দিন পরই আবার এশিয়ান টিভিতে সরাসরি অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেন তিনি। এই চ্যানেলে তিন্নি বাংলাদেশী ও ভারতীয় সঙ্গীত শিল্পীদের জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন। তবে তিন্নি জানান, আপাতত স্টেজশোতে পারফর্ম করা থেকে বিরত আছেন। কারণ দেশের সার্বিক পরিস্থিতি এখনো পুরোপুরি ভালো হয়নি। কারফিউ চলার পাশাপাশি বেশ দীর্ঘ একটি সময় দেশের নানান অঞ্চলে শিথিল সময়ও চলছে। তিন্নি বলেন, ‘বৈশাখী টিভিতে প্রচারিত অনুষ্ঠানের গানগুলো কিছু দিন আগেই রেকর্ড করা ছিল। প্রচারের পর অনেকের কাছ থেকে মুঠোফোনে গানগুলো গাওয়ার জন্য বেশ সাড়া পেয়েছি। আর এশিয়ান টিভিতে প্রচারিত গানের অনুষ্ঠান পুনঃপ্রচার করেছে। তার পরও গানগুলোর জন্য সাড়া পেয়েছি। সত্যি বলতে কী, যেহেতু আমি মনেপ্রাণে একজন সঙ্গীতশিল্পী, তাই গানের মাঝে থাকতে , গানকে ঘিরে ব্যস্ত থাকতেই বেশি ভালোলাগে।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল