০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নিয়মিত মৌলিক গান করতে চান রাইসা

-

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী রাইসার মিষ্টি কণ্ঠটাকে চাইলেই মিউজিক ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারে। কারণ রাইসার রয়েছে মিষ্টি সুরেলা কণ্ঠ। বিশেষত তার কণ্ঠ প্লে-ব্যাকের জন্য যথাযথ। কিছু দিন আগে একটি ঘরোয়া অনুষ্ঠানে বাংলাদেশের ‘প্রিয়তমা’খ্যাত নায়িকা ইধিকা পালের সামনে গান গাইছিলেন রাইসা। সেখানে তার কণ্ঠে গান শুনে অনেকেই বিস্মিত হয়েছিলেন। অনেকেই বলেছিলেন , ‘এত মিষ্টি আর সুরেলা একটি কণ্ঠ, অথচ তার কণ্ঠে তেমন কোনো মৌলিক গান নেই।’ রাইসা টুকটাক স্টেজশো করেন ঢাকায় এবং ঢাকার বাইরে। আপাতত এভাবেই কেটে যাচ্ছে সময়। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের গান শুনে অনুপ্রাণিত হয়ে তার গানকেই জীবনের আদর্শ মনে করে নিজেকে ছোটবেলা থেকেই গানের সাথে সম্পৃক্ত রেখেছেন। গ্রামের বাড়ি নোয়াখালীতে থাকাবস্থাতেই গান চর্চা শুরু তার। পরে যখন ঢাকায় এলেন, তখন বাসু চ্যাটার্জির কাছে কিছু দিন গান শিখেছেন। মূলত গান সম্পর্কে মূল ধারণা তার কাছ থেকেই পাওয়া। তার প্রথম মৌলিক গান ‘কাশফুল’ লেজার ভিশন থেকে প্রকাশ পায় এক দশক আগে।

 

 


আরো সংবাদ



premium cement