০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পূর্ণদৈর্ঘ্যরে পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেঁওতি

পূর্ণদৈর্ঘ্যরে পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেঁওতি -

অভিনয়ে তার পথচলাটা দীর্ঘদিনের। দীর্ঘদিনের এই পথচলায় বহু নাটকে এবং বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তিনি কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রথমবার কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ফারিহা শামস সেঁওতি। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘একটি খোলা জানালা’। এটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন সেঁওতি। তিনি আরো জানান, ‘একটি খোলা জানালা’ প্রকাশ উপলক্ষে আজ বিকেলে একটিং সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। সেঁওতি প্রথমবারের মতো কোনো কাজের জন্য সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই চলচ্চিত্রে সেঁওতি সালমা চরিত্রে অভিনয় করেছেন। তিনি জানান, গত ঈদের আগেই এর কাজ সম্পন্ন হয়েছে। সেঁওতি বলেন, ‘এক ঝড়ের রাতের কাহিনী একটি খোলা জানালা। পুরো টিম অনেক শ্রম দিয়ে কাজ করেছে। আমার কাছে মনে হয় যে একজনের কারণে কোনো কাজ ভালো হয় না। একটি ভালো কাজ হয়ে উঠার নেপথ্যে টিমওয়ার্কটা খুব জরুরি। টিমওয়ার্কটা ভালো ছিল। যে কারণে একটি খোলা জানালা নিয়ে আমি খুব আশাবাদী হয়ে উঠেছি। এই কাজের জন্য তিন দিনের জায়গায় আমি চার দিন সময় দিয়েছি। এতে আরো যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে সর্বাত্মক চেষ্টা করেছেন নিজেকে ফুটিয়ে তুলতে। আমার প্রবল বিশ^াস একটি খোলা জানালা দর্শকের ভালো লাগবে।’ এদিকে সেঁওতি এরই মধ্যে শেষ করেছেন ‘বিভাভরী’ নামক একটি ওয়েব ফিল্মের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ইরেশ যাকের ও সাদিয়া আয়মান। শেষ করেছেন আরএফএলের একটি বিজ্ঞাপনের কাজ।


আরো সংবাদ



premium cement