২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবিনা ইয়াসমিনের গান সুমীর কণ্ঠে

-

সোহেল রানা ও সূচরিতা অভিনীত মাসুদ পারভেজ (সোহেল রানা) পরিচালিত ‘জীবন নৌকা’ সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালের ৩০ অক্টোবর। এই সিনেমায় সূচরিতার লিপে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘তুমি তো এখন আমারই কথা ভাবছ’ গানটি সেই সময়ই শ্রোতা দর্শকের মন কেড়ে নেয়। সেই সময় রেডিও টিভিতে গানটি নিয়মিত প্রচার হতো। বিশেষত রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে গানটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধও আসত। তাই গানটি শ্রোতাদের মুখে মুখে শোনা যেত। সাবিনা ইয়াসমিনের কণ্ঠের এই গান পরবর্তিতে বাংলাদেশের বহু শিল্পীর কণ্ঠে বিভিন্ন স্টেজ শোতে , টিভি শোতে শোনা গেছে। গানটি গুলবানু খানের লেখা ও আলম খানের সুর। গানটি নতুন করে নতুন সঙ্গীতায়োজনে গাওয়ার অনুমতি পেয়েছেন শারমিন সুমী। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি গাইতে পেরে ভীষণ উচ্ছ্বসিত সুমী। গানটি আলম খানের প্রয়াণ দিবসে (৮ জুলাই) এরই মধ্যে ‘আলম খান দ্য মেলোডি কিং’-এ প্রকাশ পেয়েছে। এর আগে বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে সুমীর কণ্ঠে।

কিন্তু তার সব গানের চেয়ে এই গানে সুমীর কণ্ঠের প্রকাশ শ্রোতা দর্শককে দারুণভাবে মুগ্ধ করছে। বিশেষত সুরে থেকে, আবেগ দিয়ে যথাযথভাবে প্রতিটি শব্দের উচ্চারণ মুগ্ধ করছে শ্রোতা দর্শককে। এই গানের সঙ্গীতায়োজক ফোয়াদ নাসের বাবু বলেন, ‘সুমী চেষ্টা করেছে ভালোভাবে গাইতে। বাকিটা শ্রোতা দর্শকের ভালোলাগার ওপর নির্ভর করছে। তবে এই গানটির প্রতি সুমীর ভালোবাসা, আবেগ ও ভালোভাবে গাওয়ার প্রবল আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।’ গানটি প্রসঙ্গে শারমিন সুমী বলেন, ‘আমার পরম শ্রদ্ধার ওস্তাদজি আলম খানের প্রয়াাণ দিবসে তার প্রতি এই গান দিয়ে আমার শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করেছি। ওস্তাদজির এই গান গাওয়ার সুযোগ হলো শ্রদ্ধেয় গুরুজি ফোয়াদ নাসের বাবু ভাইয়ের সঙ্গীতায়োজনে। আমার ক্ষুদ্র সঙ্গীত জীবনের অভিভাবক বাবু ভাইয়ের দোয়া এবং ওস্তাদজির সুযোগ্য পুত্র আরমান খান ভাই, যিনি আমাকে গানটি গাওয়ার অনুমতি দিয়ে ঋণী করেছেন, এই দু’জন মহান মানুষের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল