০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

হঠাৎ বৃষ্টির পর প্রথম নচিকেতা-ফেরদৌস

-

আজ থেকে ২৫ বছরেরও বেশি সময় আগে বাংলাদেশের গর্ব চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ অভিনীত বাসু চ্যাটার্জি পরিচালিত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তি পেয়েছিল। এই সিনেমার মধ্য দিয়েই চলচ্চিত্রের একজন সঙ্গীত পরিচালক হিসেবে এবং সিনেমাতে প্রথম প্লেব্যাক করার সুযোগ হয় ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্ত্তীর। ফেরদৌসের লিপে নচিকেতা চক্রবর্ত্তীর গাওয়া ‘সোনালি প্রান্তরে’ গানটি সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই থেকে আজকের প্রজন্ম পর্যন্ত এই গান এখনো সমানই জনপ্রিয় বলা চলে। তবে বাংলাদেশে কখনো কোনো অনুষ্ঠানে একই মঞ্চে ফেরদৌস-নচিকেতার একসাথে হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। গত শুক্রবার রাজধানীর হাতিরঝিলের এম্পি থিয়েটারে তরুণদের জন্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্য শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন নচিকেতা চক্রবর্ত্তী। এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন নায়ক, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। নচিকেতা যখন সঙ্গীত পরিবেশন করছিলেন তখনই একটা সময় মঞ্চে আমন্ত্রণ জানানো হয় ফেরদৌস আহমেদকে। আর এরই মধ্য দিয়ে হঠাৎ বৃষ্টির পর ঢাকায় একই মঞ্চে দাঁড়ানোর সুযোগ হলো নচিকেতা ও ফেরদৌসের।

 


আরো সংবাদ



premium cement