২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কানাডাতে তিন শোতে নূসরাত ফারিয়া

কানাডাতে তিন শোতে নূসরাত ফারিয়া -

প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে স্টেজ শোতে পারফর্ম করতে এরই মধ্যে গেল ১০ জুলাই কানাডার উদ্দেশে রওনা হয়ে কানাডার ক্যালগিরিতে পৌঁছেছেন। সেখানে আগামী ১৪ জুলাই একটি স্টেজ শোতে অংশ নিবেন তিনি। নূসরাত ফারিয়া জানান এরপর আগামী ৩ আগস্ট টরেন্টোতে এবং ৯ আগস্ট মন্ট্রিয়ালে ভিন্ন দু’টি স্টেজ শোতে পারফর্ম করবেন। নূসরাত ফারিয়া বলেন, ‘তিনটি ভিন্ন শোতে আমি পারফর্ম করব। তিনটি ভিন্ন শোই আলাদা আলাদা টিম ডিরেকসন দিয়েছে। প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে আমি এই যাত্রায় কানাডায় এসেছি। প্রতিটি পারফরম্যান্সে অবশ্যই আমি আমার প্রিয় বাংলাকে, বাংলাদেশকে তুলে ধরব। সেই সাথে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে আমার পারফরম্যান্সে। দেশের বাইরে খুউব অল্প সময়ের জন্যই আসি বা বেশি সময়ের জন্যই আসি, দেশের বাইরে আসলেই দেশকে ভীষণ মিস করি। ধন্যবাদ আয়োজকদের যাদের নিমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম। খুউব চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি পুরো এই জার্নিটা আনন্দদায়ক হবে ইনশা আল্লাহ।’ গেল ঈদে নূসরাত ফারিয়াকে পুষ্টির একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন মিলি বাশার। গেলো ২৪ মে ভারতের গুজরাপটে অবস্থিত ‘পারুল ইউনিভার্সিটি’তে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশগ্রহণ করে অতিথি হিসেবে বক্তৃতা দিয়ে ভীষণ প্রশংসা কুড়িয়েছেন। ভারত, বাংলাদেশসহ বিশে^র নানা অঞ্চলে বিশেষতক বাংলা ভাষাভাষীদের কাছে ইংরেজিতে তার বক্তৃতা দেয়া ভীষণ প্রশংসা কুড়ায়। বাংলাদেশের সিনেমার একজন নায়িকা হয়ে তার এ মেধাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। মিডিয়াতে নূসরাত ফারিয়ার পথচলা শুরু মূলত একজন উপস্থাপিকা হিসেবে। তবে একসময় সিনেমাতে কাজ শুরুর পর সিনেমাতেই অভিনয়ে নিয়মিত হয়ে ওঠেন তিনি। তবে বিশেষ বিশেষ দিবসে হঠাৎ তাকে উপস্থাপনায় দেখা যায়।


আরো সংবাদ



premium cement