২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাঁচ বছর পরও কানাডা মাতাচ্ছেন প্রমি

-

২০১৯ সালে প্রথমবার কানাডা প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে কানাডা গিয়েছিলেন এই প্রজন্মের শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী তামান্না প্রমি। পাঁচ বছর পর আবারো তিনি কানাডা গেছেন প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে গান শোনাতে। তবে গতবারের চেয়ে এবারের কানাডা সফর প্রমির সঙ্গীত জীবনের জন্য অনেক বেশি আনন্দের, উচ্ছ্বাসের ও সফলতার। কারণ আগের বারের চেয়ে এবার কানাডাতে শো যেমন করছেন বেশি গানে গানে শ্রোতা দর্শকের ভালোবাসাতে মুগ্ধও হচ্ছেন বেশি। গত ২২ জুন প্রমি কানাডা গেছেন। সেখানে গিয়ে ২৪ জুন মন্ট্রিয়েলে কানাডা-বাংলাদেশ সলিডারিটি মেলাতে সঙ্গীত পরিবেশন করেন তিনি। মূলত এই আয়োজনেই নিমন্ত্রিত হয়ে কানাডায় গেছেন প্রমি। পরবর্তীতে ১ জুলাই টরন্টোতে কানাডা সেলিব্রেশন ডেতে আরো একটি শোতে অংশ নেন। প্রমি জানান, আগামী ৬ জুলাই টরন্টোর স্কারবোরোর বুচমাউন্ট প্লাজাতে সঙ্গীত পরিবেশন করবেন। এবারের কানাডা সফর নিয়ে প্রমি বলেন, ‘মূলত মন্ট্রিয়েলে যে শোটি ছিল সেটিই ছিল আমার মূল অনুষ্ঠান। শোর আগের দিন আমি জানলাম যে বৃষ্টি হবে। যেহেতু খোলা জায়গায় শো ছিল, তাই একটু দুশ্চিন্তা ছিল। কিন্তু তারপরও যথারীতি শো হলো। যখন আমি গান গাইতে শুরু করলাম তখনই বৃষ্টি শুরু হলো। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শক গান শুনছিলেন আমার। প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যেই মেলাতে উপচেপড়া মানুষের মধ্যেই আমি সঙ্গীত পরিবেশন করি। আমার জন্য যা ছিল এক অন্যরকম ভালোলাগার বিষয়। তবে সত্যি কথা হলো যে, এবারের কানাডা সফরটি আমার কাছে আগেরবারের চেয়ে আরো বেশি ভালোলাগার। কারণ পরবর্তীতে কানাডা সেলিব্রেশন ডেতেও শ্রোতা দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছি আমি। আমার মনে গেঁথে গেল এই দুটো শোতে সবার ভালোবাসা পেয়ে।


আরো সংবাদ



premium cement