২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রুনা লায়লাকে ঘিরে গানে গানে মুগ্ধতা ছড়ালেন তারা

-

‘খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। ফেরদৌসের উপস্থাপনাও যেমন সুন্দর ছিল, যারা গান গেয়েছে প্রত্যেকেই খুব ভালো গেয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। কারণ অনুষ্ঠানের আইডিয়াটা ডিফরেন্ট ছিল।’ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে গত ৩ জুলাই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে ভিন্ন ধরনের আয়োজন সম্পর্কে এমনই বলছিলেন রুনা লায়লা। মূলত রুনা লায়লার সঙ্গীত জীবনের ৬০ বছর পূর্তিতে একটু ব্যতিক্রম ঘরানার আয়োজন করে এনটিভি। রুনা লায়লার পর্বটির উপস্থাপনা করেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রুনা লায়লাকে ঘিরে পর্বটিতে সঙ্গীত পেিবশন করেন আঁখি আলমগীর, লুইপা, সাব্বির, ঝিলিক, কোনাল, অপু আমান। আঁখি আলমগীর রুনা লায়লার গাওয়া কয়েকটি জনপ্রিয় গান একসাথে পরিবেশন করেন। লুইপা পরিবেশন করেন রুনা লায়লার সুর করা লুইপারই মৌলিক গান ‘এই দেখা শেষ দেখা’, যে গানটি লিখেছিলেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার।

 


আরো সংবাদ



premium cement