এবার গীতা দত্তের গান গাইলেন মৌমিতা
- বিনোদন প্রতিবেদক
- ০১ জুলাই ২০২৪, ০০:০৫
কিছু দিন আগেই সঙ্গীত জীবনের ষাট বছর উদযাপন করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা। তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই গাওয়া একটি গান কাভার করে নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা মৌমিতা বড়–য়া। গানটি ছিল ‘নোটন নোটন পায়রাগুলো কোথায় উড়ে যায়’। গানটি প্রকাশের পর ভীষণ প্রশংসা কুড়ান মৌমিতা। এ দিকে এরই মধ্যে আরটিভির জন্য একটি অনুষ্ঠানে ১৯৫০ ও ১৯৬০ দশকের হিন্দি সিনেমার প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং বাংলা আধুনিক গানের নন্দিত সঙ্গীতশিল্পী গীতা দত্তের বিখ্যাত চারটি বাংলা গান গেয়েছেন। আরটিভির নিজস্ব স্টুডিওতে মৌমিতার কণ্ঠে গীতা দত্তের যে চারটি গান রেকর্ড হয়েছে, সে গানগুলো হচ্ছে- ‘তুমি যে আমার ওগো’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘ঝনক ঝনক কনক কনক’ ও ‘এই মায়াবী তিথি এই মধুরও গীতি’। মৌমিতা বড়–য়া বলেন, ‘বাংলাদেশের গানের গর্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তিতে আমি তার কণ্ঠে অনেক বছর আগের গাওয়া একটি গান কাভার করেছি। ভয়ে ভয়ে কিছুটা সাহস নিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। জানি না কেমন গেয়েছি। হয়তো কোনো এক দিন ম্যাডামের কাছ থেকেই এত টুকু গাওয়া সম্পর্কে কিছুটা জানতে পারব। বাংলাদেশের বাইরে যেসব শ্রদ্ধেয় নারী কণ্ঠের গান আমাকে খুব বেশি টানে তাদের মধ্যে কিন্নর কণ্ঠী গীতা দত্ত অন্যতম। তাই গাইতেও বেশ ভালো লাগে। যে চারটি গান গাইলাম তার মধ্যে তিনটি গানই আমার প্রিয় গীতিকবি শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। দু’টি গানের সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং বাকি দু’টি গানের সুরকার শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। প্রচারের পর জানা যাবে কেমন গাইলাম।’ মৌমিতা জানান, শিগগিরই তার কিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। তবে মৌমিতার ভীষণ ভালো লাগে স্টেজ শোতে গান গাইতে। কারণ সেখানে দর্শকের কাছ থেকে সরাসরি রেসপন্স পাওয়াটা তার কাছে ভীষণ ভালো লাগার। এ দিকে গতকাল একটি স্টেজ শোতে মৌমিতা ও অলক কুমার সেন গজল পরিবেশন করেছেন। মৌমিতা জানান, শিগগিরই গীতা দত্তের গাওয়া গানগুলো আরটিভিতে প্রচার হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা