২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মায়ের সঙ্গেই কাটবে অপূর্ব’র জন্মদিন

মায়ের সঙ্গেই কাটবে অপূর্ব’র জন্মদিন -

মাকে ঠিক কতটা ভালোবাসা এটা আসলে কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই ছোট্টবেলা থেকে মায়ের আদরে আদরে বেড়ে উঠেছি, বড় হয়ে উঠেছি। হয়তো একটা সময় বাবা মায়ের দায়িত্বও কাঁধে নিয়েছি। কিন্তু ঠিকঠাক মতো কী দায়িত্ব পালন করতে পেরেছি? অনেক ভুল হয়েছে, বাবা মা বলেই হয়তো তারা ক্ষমাও করে দিয়েছেন। কিন্তু বাবা মা আমার জন্য, আমাদের জন্য যতটুকু করেছেন ততটুকু কী করতে পেরেছি বা পারছি? হয়তো বা না। নিজেকে সান্ত¡না দেবার ভাষা নেই। কারণ কয়েক বছর আগে আব্বুকে হারিয়েছি। মনের মতো করে তার জন্য কিছুই করতে পারিনি। এখন আমার মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে আছেন আমার মা। তার জন্যও হয়তো কিছুই করতে পারছি না। কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি আম্মুকে। আমার প্রতিটি নিঃশ^াসের সাথে আম্মুর ভালোবাসা আমি টের পাই। আমার সাথে যে আম্মুর দোয়া আছে তাও আমি অনুভব করি। কারণ আমার বিপদে-আপদ কেটে যায় আল্লাহর অশেষ রহমতে আর আম্মুর দোয়ায়। আম্মুই আমার পৃথিবী। শত ব্যস্ততা শেষে অনেক কষ্ট শেষে যখন বাসায় ফিরে আম্মুর মায়াভরা মুখটা দেখি তখন মনটা ভরে উঠে সুখে, পৃথিবীতে স্বর্গের সুখ যেন মায়ের হাসিতেই। তাই মমতায় ভরা আমার আম্মুর সাথেই জন্মদিনটা কাটাবো। মায়ের ভালোবাসা আর দোয়ায় ভরা থাকুক পৃথিবীতে আমার আগমনের এই দিনটি।


আরো সংবাদ



premium cement