২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টেইলর সুইফটের রাজকীয় সেলফি

টেইলর সুইফটের রাজকীয় সেলফি -

লন্ডনে গান গাইতে গিয়ে মার্কিন পপ তারকা টেইলর সুইফটের সাথে দেখা হয়ে গেল রাজপরিবারের তিন সদস্যের; সেই মুহূর্ত ঠিকই ধরে রাখলেন দারুণ হাস্যোজ্জ্বল এক সেলফিতেও।
ওয়েম্বলি শোর আগে রাজকীয় সেই সেলফিতে সুইফটের সাথে ছিলেন যুক্তরাজ্যের রাজপরিবারের তিন সদস্য; প্রিন্স অব ওয়েলস উইলিয়াম এবং দুই ক্ষুদে সঙ্গীত অনুরাগী প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট।
ব্রিটিশ রাজার উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম তার বড় দুই সন্তানকে নিয়ে সেদিন ওয়েম্বলি স্টেডিয়ামে টেইলর সুইফটের কনসার্ট দেখতে গিয়েছিলেন। ব্যাকস্টেজে গিয়েও হাজির হন তিনি। রাজপরিবারের সদস্যদের দেখা হতেই সেলফি নিতে দেরি করেননি হালের জনপ্রিয় সঙ্গীত তারকা সুইফট। বিশেষ এ মুহূর্তকে রাজকীয় সেলফি হিসেবে তুলে ধরে ধরা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
পরে কনসার্টের মঞ্চের পেছনে রাজপরিবারের তিন সদস্যকে নিয়ে তোলা এ সেলফি এক্সে পোস্ট করে কেনসিংটন প্রাসাদ।
ছবির ক্যাপশনে লেখা ছিল ‘একটি দুর্দান্ত সন্ধ্যা উপহার দেয়ার জন্য টেইলর সুইফটকে ধন্যবাদ!’
বিবিসি লিখেছে, প্রিন্স উইলিয়াম তার দুই সন্তানকে নিয়ে নিজের ৪২তম জন্মদিনে শহরের সবচেয়ে জনপ্রিয় শো টেইলর সুইফটের কনসার্ট দেখতে গিয়েছিলেন। নিজের জন্মদিনে সন্তানদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে।
শুধু এ দিন নয়, জন্মদিনের পুরো সপ্তাহজুড়ে প্রিন্স উইলিয়াম সবচেয়ে ব্যস্ততম সময় কাটিয়েছেন। আগের রাতেই তিনি জার্মানি থেকে ফিরেছেন। ইউরোতে ডেনমার্কের সাথে ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। এরপর শুক্রবার সুইফটের কনসার্ট দেখতে যান। সেখানেই ব্যাকস্টেজে সুইফটের সাথে সেলফি তোলেন।
সুইফটও প্রিন্স অব ওয়েলেস উইলিয়ামের সাথে তোলা আরেকটি ছবি পোস্ট করেন এক্সে। এ ছবিতে আরো দেখা গেছে সুইফটের বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসিকে।


আরো সংবাদ



premium cement
অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি ২০২৩ সালে গড়ে দিনে ১৪০ নারী সঙ্গী-আত্মীয়ের হাতে নিহত : জাতিসঙ্ঘ গুম কমিশনের সুপারিশে নিরাপত্তা বাহিনীর কেউ বরখাস্ত হয়নি : প্রেস উইং পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত সাগরে নিম্নচাপ, আরো ঘনীভূত হতে পারে

সকল