০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

‘দুষ্টু কোকিল’ দিয়ে কণার বাজিমাত

‘দুষ্টু কোকিল’ দিয়ে কণার বাজিমাত -

বাংলাদেশের সিনেমার গানে এই প্রজন্মে সবচেয়ে নির্ভরযোগ্য গায়িকা দিলশাদ নাহার কণা। সিনেমায় কণার গানের অত্যাবশ্যকীয়তা তিনি তার গায়কী দিয়েই তৈরি করেছেন। যে কারণে সিনেমাপ্রেমী শ্রোতা দর্শকেরা সিনেমায় কণার গানকে সিনেমার জন্যই আশীর্বাদ মনে করেন। যেমনটি হয়েছে যথারীতি গত ঈদে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার ক্ষেত্রেও। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তীর কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ শিরোনামের যে গানটি সারা বাংলার সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মধ্যে ঝড় তুলেছে সেই গানটিই গেয়েছেন প্লেব্যাকে এই প্রজন্মের সেরা শিল্পী দিলশাদ নাহার কণা। বলা যায়, কিছুটা দিন বিরতির পর কণার ভাগ্য আরো সুপ্রসন্ন করতে ‘দুষ্টু কোকিল’ গানটি যেন কণার ক্যারিয়ারের জন্যও আশীর্বাদ হয়ে এলো। সিনেমার গানের হিসাব-নিকাশটা একটু নয়, অনেকটুকুই অন্যরকম। আধুনিক গান জনপ্রিয় হলেও এর ব্যাপকতা সিনেমার গানের মতো ব্যাপক নয়। তুফান সিনেমা মুক্তির আগেই নানান প্ল্যাটফর্মে ‘দুষ্টু কোকিল’ গানের কুক কুক কুক শব্দটি তুফানের গতিবেগে ছড়িয়ে গেছে। আর গানটি প্রকাশের সাথে সাথেই ব্যাপক সাড়া ফেলে সারা বাংলাদেশে। গানটির এমন আকাশচুম্বী জনপ্রিয়তায় কণাও যেন উচ্ছ্বাসের আকাশে উড়ছেন আনন্দে। প্রিয়জনদের প্রশংসায় ভাসছেন তিনি। স্বয়ং মিমি চক্রবর্তীও তার এই গানের দারুণ প্রশংসা করেছেন। পুরো তুফান টিম কণার এই গানের ভক্ত হয়ে গেছে। ২০২৪ সালে নিজের এমন আরো একটি উড়াধুড়া বাজিমাত গান প্রসঙ্গে কণা বলেন, এর আগে আমার গাওয়া অনেক গানে বাংলাদেশের জনপ্রিয় নায়িকারা লিপসিং করেছেন। কলকতার শুভশ্রী গাঙ্গুলীও করেছেন। তবে তুফানে যে মিমি চক্রবর্তী লিপসিং করবেন এটি আমার জানা ছিল না। তার চেয়েও বেশি ভালোলাগার বা আমার জন্য প্রাপ্তির বিষয় হলো- আমার এই গানে আমাদের সিনেমার গর্ব, আমাদের সুপারস্টার শাকিব খানও পারফর্ম করেছেন।


আরো সংবাদ



premium cement