২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শেষ করলেন নীল চক্র, আসছে নতুন কিছু...

-

গেলো ঈদে মুক্তি পেয়েছিল হালের নতুন সেনসেশন মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম সিনেমা ‘কাজল রেখা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ। এ দিকে এরই মধ্যে মন্দিরা চক্রবর্তী শেষ করেছেন তার অভিনীত দ্বিতীয় সিনেমার কাজ। নাম ‘নীলচক্র’। এটি নির্মাণ করেছেন মিঠু খান। এরই মধ্যে মন্দিরা জানান, সিনেমাটির ডাবিংয়ের কাজ শেষ করেছেন তিনি। কিছু দিন আগে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয় একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে। তাতে মন্দিরা ও আরিফিন শুভর রুক বেশ প্রশংসিত হয়। এরই মধ্যে মন্দিরা অভিনীত এই সিনেমা নিয়েও দর্শকের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। মন্দিরা বলেন, শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার সকল ভক্ত দর্শকের প্রতি যারা আমার অভিনীত কাজল রেখা সিনেমাটি দেখতে হলে হলে গিয়েছেন।

অনেকেই ফেসবুকে তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। অনেকেই সরাসরি আমার সাথে কথা বলেও তাদের মনের কথা বলেছেন। একজন অভিনেত্রী হিসেবে আমি আমার নিজের অভিনয়ের বিচার করতে পারছি যে আগামীতে আমাকে আরো কত ভালো অভিনয় করতে হবে। যেহেতু কাজল রেখা আমার প্রথম সিনেমা ছিল, তাতে ভুল ত্রুটিতো আছেই। কিন্তু পরবর্তী সিনেমাগুলোতে আমি আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি। নীল চক্রতে আমার যে চরিত্র তাতে আমি অনেক মনাযোগী থেকে সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি। আরিফন শুভ ভাইয়ের সাথে এটি আমার প্রথম সিনেমা। নিঃসন্দেহে তিনি একজন গুণী অভিনেতা। তারসাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীলচক্র সিনেমাটি নিয়ে।


আরো সংবাদ



premium cement
ঝালকাঠিতে নারীর লাশ উদ্ধার ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৮৪২ মামলা বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা ৪০ বছর পর শ্মশানের জমি বুঝে পেল হিন্দু ধর্মাবলম্বীরা প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু

সকল