২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদে বাংলা স্টুডিওতে গাইবেন সাব্বির, সালমা, স্বরলিপি ও শ্রাবণী

-

আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে সঙ্গীতবিষয়ক ঈদ বিশেষ অনুষ্ঠান ‘বাংলা স্টুডিও’। যদিও এটি বিটিভির নিয়মিত অনুষ্ঠান। কিন্তু ঈদকে ঘিরে বিশেষভাবে এবারের বাংলা স্টুডিওর আয়োজনকে সাজানো হয়েছে। আর এবারের আয়োজনে গান গাইতে দেখা যাবে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান, সালমা, স্বরলিপি ও শ্রাবণী সায়ন্তনীকে। সাব্বির জামান জানান, তিনি এবং সালমা দু’টি লালন সঙ্গীত ‘ধন্য ধন্য’ ও ‘মিলন হবে কত দিনে’ গান দু’টি ম্যাশআপ করে গেয়েছেন। সাব্বির বলেন, ‘আমি আর সালমা দীর্ঘ দেড় যুগ ধরে সঙ্গীতাঙ্গনে গান গাইছি। কিন্তু এবারই প্রথম দুজন একসাথে একই মঞ্চে দ্বৈত কণ্ঠে তাও আবার লালন সঙ্গীত গাইলাম। আমাদের সাথে র্যাপ গেয়েছে আসিয়া ইসলাম দোলা। সব মিলিয়ে দুটো গান এক কথায় দারুণ হয়েছে। সালমার কণ্ঠে লালন সঙ্গীত অসাধারণ। তার সাথে আমিও চেষ্টা করেছি মন দিয়ে গান দুটো গাইতে। আশা করছি ভালোলাগবে শ্রোতাদের।’ জানে আলমের সাথে স্বরলিপি গেয়েছেন দু’টি গান। একটি ‘সবার জীবনে প্রেম আসে’, অন্যটি ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’। দু’টি গান তারা দুজন ম্যাশআপ করে গেয়েছেন। স্বরলিপি বলেন, ‘ঈদের জন্য এই আয়োজন। যে কারণে অনেক পরিপাটি আর গুছানো ছিল এবারের আয়োজন। জানে আলম বাই বাংলাদেশ পুলিশে কর্মরত। তিনিও বেশ ভালো গেয়েছেন। আমাদের কণ্ঠে এই দু’টি গান আশা করছি ভালোলাগবে সবার।’ এ দিকে গত ৮ জুন বিশ^ভারতী বিশ^বিদ্যালয় থেকে এক মাসের ছুটিতে এসেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা শ্রাবণী সায়ন্তনী। ঢাকায় এসেই তিনি বিটিভি আয়োজিত এই অনুষ্ঠানে গান গাইলেন। শ্রাবণী গাইলেন, ‘তোরা বাতাস কর বাতাস বাতাস কর সখি মাথায় পানি ঢাল তোরা’ গানটি। গানটিতে তার সাথে গেয়েছেন সাদিয়া লিজা। শ্রাবণী সায়ন্তনী বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সেই সাথে কৃতজ্ঞতা অনুষ্ঠানের প্রযোজক আশরাফ বাবু ভাইয়ের প্রতি। দেশে ফিরেছি এক মাসের জন্য। ঢাকায় ফিরেই কাজে ব্যস্ত হতে পেরে ভালো লাগছে।


আরো সংবাদ



premium cement
ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৮৪২ মামলা বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা ৪০ বছর পর শ্মশানের জমি বুঝে পেল হিন্দু ধর্মাবলম্বীরা প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান

সকল