২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘মন দুয়ারী’তে দাদী দিলারা জামান, নাতি অপূর্ব

-

আগামী ঈদে প্রচারের জন্য এরইমধ্যে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ফিকসন ‘মন দুয়ারী’। এই ফিকসনেই অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুনী অভিনেত্রী দিলারা জামান ও নন্দিত জনপ্রিয় অভিনেতা জিযাউল ফারুক অপূর্ব। ফিকসনটিতে দিলারা জামান অপূর্ব’র দাদীর চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিলারা জামান। গতকাল সকালে দিলারা জামানের সঙ্গে মুটোফোনে কথা হলে দিলারা জামান বলেন,‘ এখন আমার বয়স ৮২। এই বয়সেও যে কাজ করছি সেটাইতো আসলে অনেক। মন দুয়ারী-ফিকসনটিতে কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তবে নির্মাতাদের বলবো আমার বয়সটার দিকে খেয়াল রেখে আমাকে দিয়ে কাজ করানো উচিত। কারণ অন্যদের মতো আমি রাত জেগে কাজ করতে পারিনা, অনেক কষ্ট হয়। এই কষ্টটা এই বয়সে সহ্য করা বা মেনে নেয়া অনেক কঠিন। যাইহোক নাটকে অপূর্ব আমার নাতির চরিত্রে যথারীতি খুউব ভালো অভিনয় করেছে। সত্যি বলতে কী অপূর্ব এখন একজন পরিণত অভিনেতা। এক কথায় চমৎকার অভিনয় করে। ফিকসনের গল্পটা এমন যে বিদেশ থেকে অপূর্ব দেশে আসে ওয়ারিস বুঝে নিতে। একটা সময় অপূর্ব বিদেশে ফেরতে যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত পারেনা। কী কারণে অপূর্ব শেষমেষ যেতে পারেনা তা দেখতে হলেই ফিকসনটি উপভোগ করতে হবে। এটা সত্যি সৌখিন অনেক যত্ন নিয়ে কাজটি নির্মাণ করেছে। অপূর্ব’সহ আরো যারা এতে অভিনয় করেছে প্রত্যেকেই খুউব চমৎকার অভিনয় করেছে। আমি ভীষণ আশাবাদী ফিকসনটি নিয়ে।’ দিলারা জামান জানান, এরইমধ্যে তিনি প্রাণ’র একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। জাকারিয়া সৌখিনের পরিচালনায় সর্বশেষ অপূর্ব অভিনীত আলোচিত নাটক হলো ‘পথে হলো দেরী’। এতে তার বিপরীতে ছিলেন তটিনী। এদিকে আগামী ১৩ জুন হৈচৈ ওটিটি প্লাটফরমে প্রকাশ পেতে যাচ্ছে অপূর্ব অভিনীত শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এরইমধ্যে এই ওয়েব সিরিজটি নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হযেছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অপূর্ব অভিনীত এই ওয়েব সিরিজের জন্য।


আরো সংবাদ



premium cement
কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

সকল