২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘হঠাৎ বৃষ্টি’তে ‘রূপবান কন্যা...

‘হঠাৎ বৃষ্টি’তে ‘রূপবান কন্যা... -

বাংলাদেশের সিনেমার ‘রূপবান কন্যা’ হিসেবে খ্যাত নায়িকা সুজাতা। বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা তিনি। এখনো তিনি গল্প ভালো হলে, মনের মতো চরিত্র পেলে সিনেমা ও নাটকে অভিনয় করেন। ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’র একজন সম্মানীত সদস্য হিসেবেও সুজাতা নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে সংসদ সদস্য ও নন্দিত নায়ক ফেরদৌস আহমেদের নিমন্ত্রণে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ফেরদৌসের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন সুজাতা। সুজাতাকে ফেরদৌস তার অফিসে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়েছিলেন। কারণ বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি অতীত দিনের একজন নায়িকা সুজাতা। বাংলাদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে একজন সুজাতারও বেশ ভূমিকা রয়েছে। তাই নিজের রাজনৈতিক কার্যালয়ে সুজাতাকে পেয়ে ভীষণ খুশি হন ফেরদৌস। দু’জন বসে বেশ খানিকটা সময় একসাথে কাটান। তাদের গল্প, আড্ডায় উঠে এসেছিল সোনালি দিনের সিনেমার গল্প, বর্তমান সিনেমার চিত্র এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশের উন্নয়নের গল্প। সুজাতা আজিম বলেন, ‘ফেরদৌস আমার অত্যন্ত স্নেহভাজন। ফেরদৌস যেমন শিক্ষিত, ভদ্র, সদালাপী, বিনয় ও হাস্যোজ্জ্বল ঠিক তেমনি ভীষণ ভালো মনের একজন মানুষ। জনগণের ভালোবাসায় ফেরদৌস আজ জনগণেরই প্রতিনিধিত্ব করছে। জনগণের ভালোবাসায় ফেরদৌস আরো অনেক দূর এগিয়ে যাবে এটি আমার বিশ^াস। আগামী নিয়ে ফেরদৌসের চিন্তা ভাবনা এবং পরিকল্পনা আমাকে মুগ্ধ করে।


আরো সংবাদ



premium cement

সকল