২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দীর্ঘদিন পর বিজ্ঞাপনে ফিরেই সাড়া পাচ্ছেন মেমী

-

একসময় নিয়মিত মঞ্চে, টিভিতে নাটকে অভিনয় করতেন দর্শকপ্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী। আবার বেশ কিছু ভালো ভালো সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। সাড়া ফেলা কিছু বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে অভিনয করেছেন তিনি। দর্শকপ্রিয় এই মডেল, অভিনেত্রী মেমী দীর্ঘদিনের বিরতি শেষে গেলো ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ ভালো সাড়া ফেলেছেন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ট্রিট চকলেটের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সোহেল খান। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন মেমী। মেমী বলেন, ‘কাজের সুবাদে অনেক আগে থেকেই সোহেল খানের সঙ্গে আমার পরিচয়। আমাকে ভীষণ শ্রদ্ধা করে।

ভীষণ ভালো লাগলো কাজটি করতে পেরে। একটা সুন্দর মিষ্টি গল্পে মা আর ছেলের ভূমিকায় কাজ করতে গিয়ে শুটিংয়ের সময় মনে হয়েছিল আমারই ছেলের সঙ্গে আমি কাজ করছি। অনেক ধন্যবাদ আর দোয়া সোহেলের জন্য। আমাকে একটা ভালো কাজে সম্পৃক্ত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। বিজ্ঞাপনটি মা দিবসের সময়কাল থেকে প্রচারের পর থেকে আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমার করা নতুন বিজ্ঞাপনটি পছন্দ করেছেন। এমন ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করতে চাই।’ এ দিকে মা দিবস উপলক্ষে প্রকাশিত মা’কে নিয়ে প্রকাশিত কাজী রাহনূমা নূরের লেখা ‘মা কেমন আছো’ কবিতাটির ভিডিও চিত্রটিতে আবৃত্তি করেছেন মেমী। সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় মুনিরা ইউসুফ মেমী নিজেই। এই আবৃত্তির জন্যও বেশ সাড়া পাচ্ছেন মেমী। এ দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিনে ‘বাঁশিওয়ালা’ কবিতাটিও আবৃত্তি করে প্রকাশ করেছেন মেমী। এর আবহ নির্মাণে রয়েছেন মীর হাসান স্বপন।


আরো সংবাদ



premium cement
জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’

সকল