২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৯২ বছর বয়সে কানের লাল গালিচায় পরিচালক কোস্টা গাভরাস

৯২ বছর বয়সে কানের লাল গালিচায় পরিচালক কোস্টা গাভরাস -

কানের লাল গালিচায় শুধু তরুণরা নয়, বয়স্করাও আলো ছড়ান। সেটাই যেন নতুন করে প্রমাণ করলেন ৯২ বছর বয়সী গ্রিক বংশোদ্ভূত ফরাসি পরিচালক কোস্টা গাভরাস। বিশ্ববাসীর কাছে যিনি পরিচিত ‘রাজনৈতিক থ্রিলারের মাস্টার’ হিসেবে। রাজনৈতিক উত্তেজনার ইতিহাস নিয়ে পড়াশোনা করতে গেলে ওনার ফিল্মগ্রাফি খুব সহায়ক হিসেবে কাজ করে।
১৯৬৯ সালে যুদ্ধবিরোধী এক ব্যক্তিকে হত্যার গল্প নিয়ে তিনি তৈরি করেছিলেন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘জেড’। এটি তখন এতটাই জনপ্রিয় হয়েছিল যে সিনেমা বিশ্লেষকরা একটা নতুন এক উদ্ভাবন হিসাবে মূল্যায়ন করেন। কোস্টা-গাভারাস ওই সময় থেকেই এই ধরনের সিনেমা নির্মাতাদের কাছে অনুপ্রেরণার নাম। এর জন্য তিনি অস্কারও জিতে নিয়েছিলেন।
গুণী এই মানুষটি কানের শুধু লাল গালিচায় হাটতে আসেননি। তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘লাস্ট ব্রেথ’র প্রচারণা চালাতে এসেছেন। সিনেমাটির ফরাসি বিক্রয় সংস্থা ‘প্লেটাইম’-এর সদস্যরাও তার সাথে ছিলেন। ডেনিস পোডালিডেস এর নেতৃত্বে এই সিনেমায় অনেক আন্তর্জাতিক তারকারা অভিনয় করেছেন। যাদের মধ্যে রয়েছেন, কাদ মেরাদ, শার্লট র্যাম্পলিং, অ্যাঞ্জেলা মোলিনা, কারিন ভাইয়ার্ড, হিয়াম আব্বাস, আগাথে বনিৎজারের মতো তারকারা।
রেগিস ডেব্রে এবং ক্লদ গ্র্যাঞ্জের ‘লে ডার্নিয়ার সোফেল’ বইটির ওপর ভিত্তি করে কোস্টা গাভরাস সিনেমার গল্প তৈরি করেছেন। ১৯৮২ সালে ‘মিসিং’ সিনেমার জন্য তিনি কানের সর্বোচ্চ পুরস্কার পাম দর পেয়েছিলেন। এছাড়া ১৯৭৬ সালে তিনি কান উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন।
প্লেটাইমের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা সেবাস্তিয়ান বেফা বলেছেন, বিশ্ববাসীর কাছে প্রশংসিত, অস্কার বিজয়ী পরিচালক কোস্টা গাভরাসের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। স্ক্রিপ্টটি পডার সময়, আমরা সবাই গল্পটি দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম : একজন বিখ্যাত লেখক যিনি উপশমকারী যতেœর জগতে অনুসন্ধান করছেন।’ তিনি বলেন, কোস্টা একটি গুরুতর বিষয় নিয়ে কাজ করে, আমরা কিভাবে আমাদের মৃত ব্যক্তিদের জন্য যতœশীল, কিন্তু এমন সতেজতা, অকপটতা এবং নিখুঁত বুদ্ধিমত্তার সাথে, যেটি প্রথম পৃষ্ঠা থেকে গল্পে জড়িয়ে আছে।
কান ক্ল্যাসিকস
পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে শনিবার ধ্রুপদি বিভাগের চারটি প্রদর্শনী ছিল। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে কান ক্ল্যাসিকস বিভাগে দেখানো হয়েছে ফ্রান্সের জ্যঁ-পিয়ের মেলভিল পরিচালিত ‘আর্মি অব শ্যাডোস’ (১৯৬৯)। বিকেল ৫টা ৩০ মিনিটে ছিল আর্জেন্টিনার মারিও সফিচি পরিচালিত ‘রোসাউরা অ্যাট টেন ক্লক’ (১৯৫৮)। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের রন হাওয়ার্ড পরিচালিত প্রামাণ্যচিত্র ‘জিম হেনসন আইডিয়া ম্যান’ (২০২৩)। রাত ১০টায় ছিল ফ্রান্সের ডেভিড হার্তজগ দেসিতেস পরিচালিত নতুন প্রামাণ্যচিত্র ‘ওয়ান্স আপন অ্যা টাইম : মিশেল লুুগ্রঁ’ (১৯৫৮)।
আঁ সাঁর্তে রিগা
পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে আঁ সাঁর্তে রিগা বিভাগে চীনের গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। একই ভেন্যুতে বেলা ২টায় ছিল নরওয়ের হল্ফদান উলমন তন্দেল পরিচালিত প্রথম ছবি ‘আরমান্ড’।
সাগরপাড়ে বিনা টিকিটি প্রদর্শনী
সাগরপাড়ে খোলা আকাশের নিচে শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে সিনেমা দ্যু লা প্লাজ বিভাগে দেখানো হয়েছে আর্জেন্টিনার ড্যানিয়েল বারম্যান পরিচালিত ‘ট্রান্সমিৎজভা’ (১৯৮৫)। ভাইবোনের মধ্যকার সম্পর্ক নিয়ে এর গল্প।
সমান্তরাল বিভাগ
৫৬তম ডিরেক্টর’স ফোর্টনাইট বিভাগে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে থিয়েটার ক্রজেটে। শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে দেখানো হয়েছে কানাডার ম্যাথু র্যানকিন পরিচালিত ‘ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ’। সকাল ১১টা ৩০ মিনিট ও রাত ৮টা ১৫ মিনিটে ছিল ফ্রান্সের প্যাত্রিসিয়া ম্যাজুই পরিচালিত ‘ভিজিটিং আওয়ার্স’। বেলা ২টা ৪৫ মিনিটে দেখানো হয়েছে পর্তুগালের পাওলো কারনেইরো পরিচালিত ‘সাভানা অ্যান্ড দ্য মাউন্টেন’।
৬৩তম ক্রিটিকস’ উইক বিভাগে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে এসপেস মিরামারে। শনিবার সকাল ১১টা ১৫ মিনিট, বিকেল ৫টা ও রাত ১০টা ৩০ মিনিটে প্রতিযোগিতা বিভাগে ছিল বেলজিয়ামের লিওনার্দো ফন ডেইল পরিচালিত ‘জুলি কিপস কোয়ায়েট’। বেলা ২টা ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে স্পেশাল স্ক্রিনিংসে দেখানো হয়েছে ফ্রান্সের অ্যালেক্সি লঙ্গলোয়াঁ পরিচালিত ‘কুইনস অব ড্রামা’।
এসিআইডি বিভাগে স্টুডিও থার্টিন থিয়েটারে বেলা ১১টা ৩০ মিনিটে, আর্কেডস ওয়ান থিয়েটারে রাত ৮টায় ও আর্কেডস টু থিয়েটারে রাত ৮টা ৩০ মিনিটে ছিল আর্জেন্টিনার আইয়ার সাইদ পরিচালিত ‘মোস্ট পিপল ডাই অন সানডেজ’। আলেকসঁন্দ থ্রি থিয়েটারে বিকেল ৫টায় ছিল ভারতের মায়সাম আলি পরিচালিত ‘ইন রিট্রিট’।


আরো সংবাদ



premium cement
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ইউক্রেনকে স্থলমাইন সরবরাহের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের

সকল