কাজী নজরুলের জন্মবার্ষিকীতে ব্যস্ত ফেরদৌস আরা
- বিনোদন প্রতিবেদক
- ২১ মে ২০২৪, ০০:০৫
আগামী ২৫ মে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫’তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতে নজরুল সঙ্গীত পরিবেশনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাবেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। তিনি জানান, কাজী নজরুলের ১২৫’তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২১ মে বিকেল ৫টায় ঢাকার জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে তার একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর ফেরদৌস আরা একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিল ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরচিালক এ এফ এম হায়াতুল্লাহ। এদিকে আগামী ২৫ মে বিকেল ৪টায় সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত কবি নজরুলকে নিয়ে বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। আবার একই দিনে সন্ধ্যার পর গাজীপুরের শ্রীপুরে ভারতীয় দূতাবাস আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করবেন তিনি। ঠিক পরের দিনই ফেরদৌস আরা পশ্চিমবঙ্গেরআসানসোলে চলে যাবেন। সেখানে ২৬ মে’তেই ‘কাজী নজরুল বিশ^বিদ্যালয়’-এ তিনি টানা পাঁচদিন ব্যাপীর উৎসবের দ্বিতীয় দিনে তিনি এককভাবে সঙ্গীত পরিবেশন করবেন। ফেরদৌস আরা জানান, এরপর তিনি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষেই ভারতের আসামে ও কানাডার ক্যালগিরিতে সঙ্গীত পরিবেশন করবেন জুলাই ও সেপ্টেম্বরে। প্রতি বছরই অবশ্য দেশে ও দেশের বাইরে কবি নজরুলের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে ফেরদৌস আরার এমন ব্যস্ততা থাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা