২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘মা পদক ২০২৪’ সম্মাননা পেলেন যারা

‘মা পদক ২০২৪’ সম্মাননা পেলেন যারা -


গতকাল রোববার ছিল বিশ^ ‘মা দিবস’। এ উপলক্ষে তৃতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পারফেক্ট ইলেকট্রনিক্স নিবেদিত ‘মা পদক ২০২৪’ প্রদান সম্পন্ন হলো। ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এবং সাংবাদিক অভি মঈনুদ্দীনের প্রধান উদ্যোগে ‘মা পদক ২০২৪’ প্রধান করা হয়েছে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের মা সহ কোরিওগ্রাফার, নৃত্যনির্দেশক-নৃত্যশিল্পী শামীম আরা নিপা, শিক্ষক গোলাম জিলানী, ড. মুক্তা সাহা, শান্তা সরকার, অভিনেত্রী রিচি সোলায়মান, রাফিয়াত রশিদ মিথিলা, কেয়া পায়েল, অভিনেতা ইন্তেখাব দিনার, এফ এস নাঈম, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান, কথাসাহিত্যিক-নাট্যকার জমির উদ্দিন মিলন, নায়ক ইমন, নায়িকা মিম, গায়ক ইউসুফ, গায়িকা লুইপা, উপস্থাপিকা রুহানী লাবণ্য, ভূমি মন্ত্রণালয়ের সহকারী কমিশনার সাইদুল ইসলাম সাঈদ, সাংবাদিক অভি মঈনুদ্দীন ও সাদিয়া ন্যানসির মায়ের হাতে ‘মা পদক ২০২৪’ তুলে দেয়া হয়। শান্তা জাহানের উপস্থাপনায় রাজধানীর নিকুঞ্জতে অবস্থিত হোটেল রিজেন্সীর বলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, এমপি, বিশেষ অতিথি ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অনুষ্ঠান সভাপতি ও আলী রূপা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হক ও পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবিরের হাত হতে প্রত্যেক মা ‘মা পদক ২০২৪’ গ্রহণ করেন। প্রত্যেক মা’কে মেডেল পড়িয়ে দেবার পাশাপাশি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান, ফাউন্ডেশনের পক্ষ উপহার দেয়া হয়।

এর পাশাপাশি আমেরিকান কালার কসমেটিক ব্র্যান্ড ‘হারল্যান’র পক্ষ থেকেও উপহার প্রদান করা হয়, যার পুরোটার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নায়ক ইমন। পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘রয়েল ক্যাফে’ ও ‘প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস’। পদক প্রদান শেষে অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিমের মায়ের জন্মদিন উপলক্ষে (১০ মে জন্মদিন) ‘হাওর জিন্স’র পক্ষ থেকে আনা স্পেশাল কেক কাটেন সবাই মিলে; যা অনুষ্ঠানকে আরো আলোকিত করে তোলে। প্রধান অতিথি অ্যাডভোকেট সানজিদা খানম এমপি বলেন, ‘সকল গর্বিত সন্তানদের মায়েদের হাতে মা পদক তুলে দিতে পেরে ভীষণ ভালো লেগেছে। মায়েদের কষ্টের কারণেই কিন্তু সন্তানরা সফল হয় এবং মায়েরা সম্মানীত হলেন আজ তাদের উজ্জ্বল মুখ দেখতে পাচ্ছি।’ বিশেষ অতিথি ফেরদৌস আহমেদ বলেন,‘ অভি মঈনুদ্দীনের এ উদ্যোগ সত্যিই ভীষণ প্রশংসনীয়। আমার আম্মাও এই আয়োজনে সম্মাননা পেলেন তাও আবার আমার সাফল্যেও কারণে, এক জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে। শুধু একটাই আশা, আমরা বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম চাই না। সব মা বাবা তাদের সন্তানদের সাথে থাকুক, পরিবারের সাথে থাকুক।’ অনুষ্ঠানের শেষপর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন রাশেদ, ইউসুফ, লুইপা, লাবণ্য ও মিথিলা।


আরো সংবাদ



premium cement
মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে

সকল