সৌদের ‘শ্যামা কাব্য’ দেখলেন তারা
- বিনোদন প্রতিবেদক
- ১৩ মে ২০২৪, ০০:০০
গত ৩ মে মুক্তি পেয়েছিল বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমা ‘শ্যামা কাব্য’। সিনেমাটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জেনি, সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলাসহ আরো অনেকে। সিনেমাটি মুক্তির আগে ৩০ এপ্রিল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনী হয়। এতে অনেকেই সিনেমাটি দেখে সিনেমাটির গল্প, নির্মাণশৈলী, গান এবং শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেন। এরই মধ্যে সৌদ আবারো কয়েকজন বিশেষ ব্যক্তিত্বকে সিনেমাটি উপভোগ করতে নিমন্ত্রণ করেন। তারা আবার গত ১০ মে রাজধানীর যুমনা ব্লক বাস্টারে বিকেলের শোতে ‘শ্যামা কাব্য’ উপভোগ করেন। সিনেমাটি দেখতে উপস্থিত হয়েছিলেন ফেরদৌস আহমেদ, তারিন জাহান, সাজু খাদেম, রওনক হাসান, সাইমন সাদিক, আজমেরী হক বাঁধন, সোহানা সাবা, উত্তম গুহসহ আরো অনেকে। সবাই ভীষণ মনোযোগ দিয়েই সৌদ নির্মিত সিনেমাটি উপভোগ করেন। নায়ক সাইমন সাদিক বলেন, ‘আমি একজন দর্শক হয়ে সিনেমাটি উপভোগ করেছি। যদিও এটা সব শ্রেণীর দর্শকের সিনেমা ন্ াকিন্তু আমি পুরোপুরি ইনভলবড হয়ে গিয়েছিলাম। আমি বিশেষত সোহেল মণ্ডলের কথা বলব, একজন আউট স্ট্যান্ডিং অভিনেতা। পুরো সময়জুড়ে সোহেল তার চরিত্রে ডুবে ছিলেন, একটা সেকেন্ডের জন্যও তিনি তার চরিত্র থেকে বের হননি। এটি পরিচালকের কৃতিত্ব। সত্যিই সোহেলের অভিনয় দেখে মুগ্ধ আমি, যদি আরো সহজভাবে বলতে হয় তাহলে বলতে হবে যে তার অভিনয় দেখে আমার মাথা নষ্ট। এত ভালো অভিনয় কিভাবে করেন। অনেক অনেক শুভ কামনা রইল সোহেল মণ্ডলের জন্য।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা