০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

টিভি চ্যানেল ও স্টেজ শো’তে ব্যস্ত তিন্নি

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের শিল্পী কানিজ খাদিজা তিন্নি। যিনি মৌলিক গানের জন্য বেশ কয়েকবার পুরস্কৃতও হয়েছেন। গানের পাশাপাশি তিনি তার জন্মস্থান নারায়ণগঞ্জে একটি স্কুলে শিক্ষকতাও করেন। প্রতিনিয়ত স্কুল নিয়ে ব্যস্ততা, স্টেজ শো’তে গান পরিবেশন করা এবং বিভিন্ন টিভি চ্যানেলের শো’তে অংশ নেয়া নিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করেন তিনি। গানকে ঘিরে বলেই যে স্কুলে তিনি শিক্ষকতা করেন সেখানেই তিনি গানেরই শিক্ষক হিসেবেই কর্মরত। যে কারণে গানের মধ্যেই ডুবে থাকার সুযোগটি রয়েছে তার। রোজা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত স্টেজ শো’তে বেশ ব্যস্ত ছিলেন তিনি। রোজা পরবর্তী সময়ে পয়লা বৈশাখে কিশোরগঞ্জে একটি স্টেজ শো’র মধ্য দিয়ে আবার স্টেজ শো’তে ফিরেন তিন্নি। পাশাপাশি গেলো ঈদে বৈশাখী টিভিতে ঈদের ষষ্ঠ দিন তিন্নি সঙ্গীত পরিবেশন করেন। এরই মধ্যে অপু আমানের কথা ও সুরে তিনি নতুন একটি মৌলিক গানেও কণ্ঠ দিয়েছেন। সহশিল্পী হিসেবে আছেন অপু আমান নিজেই। তিন্নি বলেন, ‘যেখানেই থাকি যেভাবেই থাকি গানকে আমি আমার নিজের মধ্যে লালন করি পরম যতেœ। আমার বাবা মাও সব সময়ই আমাকে ভীষণ অনুপ্রেরণা দিয়ে থাকেন। পাশাপাশি আমার ছোট ভাই কৌশিকও আমাকে গানের ব্যাপারে ভীষণ উৎসাহ দেয়। আর আমার গানের যারা নিয়মিত শ্রোতা তারা সবসমই আমার পাশে আছেন। যে কারণে ভালো ভালো গান করার সাহস পাই। আসলে গান গাইতে না পারলেই যেন কষ্ট হয়। প্রতিনিয়ত গানের মধ্যে থাকতে পারলেই আমার ভালো লাগে।


আরো সংবাদ



premium cement